আর নয় কিবোর্ড মাউসের ঝামেলা. এইবার আপনার স্মার্টফোনটিকে ব্যাবহার করুন কির্বোড/মাউস/পিসির রিমোট হিসাবে

android as mouse or keyboard

একটা লম্বা বিরতির পর আজ আবার ফিরে আসলাম আপনাদের জন্য সেইরাম কিছু নিয়ে । জিনিসটা আমি প্রায় 6 মাস ধরে ব্যবহার করছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি কাজে লাগে । তো শুরু করা যাক- প্রথমে লিস্ট থেকে আপনার মোবাইল ডিভাইস অনুযায়ি Software টি ডাউনলোড করে ইনস্টল করে নিন । <Android:

android as remote of pc

iPhone/iTuch:

iPad:


এবার আপনার পিসির জন্য নিচের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। For pc: OR


চলুন দেখে নেয়া যাক আপনি এইটা দিয়ে কি কি করতে পারবেন:
* কি-র্বোড হিসাবে ব্যাবহার করতে পারবেন
* মাউস ‍হিসাবে ব্যাবহার করতে পারবেন
* যে কোন মিউজিক প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন
* যেকোন সময় পিসিকে বন্ধ করতে পারবেন আপনি পিসির সামনে না থেকেও
* যেহেতু ওয়াইফাই দ্বারা কানেক্ট করবেন তাই এটাকে পিসির রিমোট হিসাবে ব্যাবহার করতে পারবেন
এবার আসা যাক মূল কাজে । প্রথমে আপনার পিসি এবং আপনার মোবাইল ডিভাইসে Software গুলো ইনস্টল দিন, এবং পিসিতে MouseServer.exe টি ওপেন করে রাখুন। এবার আপনার মোবাইল এবং পিসি একই নেটওয়ার্কে কানেক্ট করতে হবে , এর জন্য ল্যাপটপে/মোবাইলের ওয়াইফাই হটস্পট ব্যাবহার করতে পারেন ।
এন্ড্রয়েড এর হটস্পট চালু করতে setting>portable hotspot>Portable Wi-Fi hotspot এ যান তারপর Portable Wi-Fi hotspot এ ঠিক চিহ্ন দিন । এবার আপনার পিসিতে ওয়াইফাই সার্চ দিন । একটি ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাবেন সেটার সাথে কানেক্ট করুন । এইবার সময় মোবাইলের,,, আপনার মোবাইল ডিভাইসে যে সফট টি ইনস্টল করেছিলেন সেটি ওপেন করুন । অটো কানেক্ট এ ক্লিক করুন..............। কাজ শেষ এইবার আপনার স্মার্টফোনটি হয়ে গেল স্মার্ট কির্বোড এবং মাউস । আপনি চাইলে এবার স্মাটফোনটিকে আপনার পিসির রিমোট হিসাবেও ব্যাবহার করতে পারেন । আল্লাহ হাফেজ ভাল থাকবেন...দেখা হচ্ছে পরের কোন টিউনে
পূর্বে প্রকাশিত: মাইটেকবাংলা ব্লগে

Level 0

আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস