আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। অনেকদিন পর আবার আপনাদের মাঝে। যাই হোক মুল টিউনে যাই।
প্রথমেই বলে রাখি Noob User রা দূরে থাকুন। আজ আমি আপনাদের এমন একটি Software এর সাথে পরিচয় করে দিব যেটা দিয়ে আপনি অল্প চেষ্টাতেই আপনার মোবাইলের চেহারা পরিবর্তন করে দিতে পারবে। আপনার Custom Rom বানাতে বা তৈরি করতে পারবেন। Software টির নাম হল "Tickle My Android" বা TMA...
এটি দিয়ে আপনি যা যা করতে পারবেনঃ
এটি ব্যবহার করতে আপনার যা যা প্রয়োজনঃ
এটি দিয়ে আপনি আপনার যেকোন ধরণের Rom যেমনঃ Xperia, HTC, Samsung, MIUI, Huawei, LG সহ প্রায় সকল Rom এ কাজ করে তবে Stock RoM (AOSP Rom) এ সবচেয়ে বেশী এবং ভালো কাজ করে।
এইবার আসি ডাউনলোডের দিকে। কিছুদিন আগে এর নতুন ভারশন রিলিজ হয়েছে, আর নতুন ভারশনে এটি Android 5.0 (Lolipop) সাপোর্ট করে। তাই এই লিঙ্ক এ ক্লিক করে নামিয়ে নিন আপনার TMA v9.22 সাইজ 167MB
আমি এই টিউনে আপনাদের শুধু এই Software এর সাথে পরিচয় করে দিলাম এবং কিছু বেসিক ধারণা দিলাম। আপনি যদি Interested হন তবে পরবর্তীতে এটি নিয়ে বিস্তারিত লিখব। ততদিন পর্যন্ত ঘাটতে থাকুন অনেক কিছু শিখতে এবং করতে পারবেন। তবে, ঘাটা ঘাটি করার আগে অবশ্যই আপনার বর্তমান Rom এর Backup নিয়ে রাখবেন। আর কিছু হয়ে গেলে আমি দায়ী নই, পুরো রিস্ক আপনার। Noob User রা দূরে থাকুন।
আমি Crazy_SOPNIL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিজ্ঞান সম্পরকে জানতে এবং জানাতে আমার টেকটুনস এ আসা !!
আমার ফেভারিট & মোস্ট ইউজড সফটওয়্যার 🙂