এইবার খুব সহজেই আপনার Android Modify করুন Developer দের মত

আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। অনেকদিন পর আবার আপনাদের মাঝে। যাই হোক মুল টিউনে যাই।

প্রথমেই বলে রাখি Noob User রা দূরে থাকুন। আজ আমি আপনাদের এমন একটি Software এর সাথে পরিচয় করে দিব যেটা দিয়ে আপনি অল্প চেষ্টাতেই আপনার মোবাইলের চেহারা পরিবর্তন করে দিতে পারবে। আপনার Custom Rom বানাতে বা তৈরি করতে পারবেন। Software টির নাম হল  "Tickle My Android" বা TMA...

এটি দিয়ে আপনি যা যা করতে পারবেনঃ

  • ব্যটারী আইকন পরিবর্তন
  • স্ট্যটাস বার পরিবর্তন, আইকন/ডিজাইন পরিবর্তন
  • লক্সক্রিন পরিবর্তন
  • সিগ্নাল আইকন পরিবর্তন
  • যাবতীয় সকল আইকন পরিবর্তন ও Modify করা
  • APK ফাইল Decomplide করা
  • Boot Animation Resize ও পরিবর্তন করা
  • zipalign apk ফাইল,
  • sign recompiled apk ফাইল,
  • deodex apk and jar ফাইল করা,
  • odex apk and jar ফাইল,
  • Fonts পরিবর্তন,
  • Flashable zip Backup তৈরি করা,
  • Standard flashable তৈরি করা,
  • take screenshots of your device,
  • let you choose between which version of Apktool you want to use,
  • lets you theme up to three different roms or devices at the same time,
  • এছাড়াও আরো অনেক কিছু, যেগুলো লিখলে আর কিছুনা আমার হাতের ১২টা বেজে যাবে... 😥

এটি ব্যবহার করতে আপনার যা যা প্রয়োজনঃ

  • একটি রুটেড Android Phone অথবা ট্যাবলেট সঙ্গে USB Debugging
  • কাস্টম রিকভারি (CWM or TWRP) ইন্সটাল্ড
  • একটি PC সঙ্গে নূন্যত্ম Java Runtime Environment 7.0 ইন্সটাল্ড
  • আপনার মোবাইলের ডাটা ক্যাবল এবং আপনার ফোনের Driver ইন্সটাল্ড
  • এবং সবচেয়ে জরূরী সাধারণ জ্ঞান ও Android সম্পর্কে কিছু ধারণা... 😆

এটি দিয়ে আপনি আপনার যেকোন ধরণের Rom যেমনঃ Xperia, HTC, Samsung, MIUI, Huawei, LG  সহ প্রায় সকল Rom এ কাজ করে তবে Stock RoM (AOSP Rom) এ সবচেয়ে বেশী এবং ভালো কাজ করে।

এইবার আসি ডাউনলোডের দিকে। কিছুদিন আগে এর নতুন ভারশন রিলিজ হয়েছে, আর নতুন ভারশনে এটি Android 5.0 (Lolipop) সাপোর্ট করে। তাই এই লিঙ্ক এ ক্লিক করে নামিয়ে নিন আপনার TMA v9.22 সাইজ  167MB

আমি এই টিউনে আপনাদের শুধু এই Software এর সাথে পরিচয় করে দিলাম এবং কিছু বেসিক ধারণা দিলাম। আপনি যদি Interested হন তবে পরবর্তীতে এটি নিয়ে বিস্তারিত লিখব।  ততদিন পর্যন্ত ঘাটতে থাকুন অনেক কিছু শিখতে এবং করতে পারবেন। তবে, ঘাটা ঘাটি করার আগে অবশ্যই আপনার বর্তমান Rom এর Backup নিয়ে রাখবেন। আর কিছু হয়ে গেলে আমি দায়ী নই, পুরো রিস্ক আপনার Noob User রা দূরে থাকুন।

Facebook এ আমি

Level 0

আমি Crazy_SOPNIL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিজ্ঞান সম্পরকে জানতে এবং জানাতে আমার টেকটুনস এ আসা !!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ফেভারিট & মোস্ট ইউজড সফটওয়্যার 🙂

Level 0

আমরা সাথে আছি। আশা করছি Softwere এর ব্যবহার নিয়ে অতি শীঘ্রই বিস্তারিত লিখবেন।
টিউনের জন্য ধন্যবান।

    আপনাদের সাপোর্ট পেলে অবশ্যঈ… 😀

      Level 0

      অবশ্যই বিস্তারিত লিখবেন। আমাদের সাপোর্ট থাকবে?

থ্যানক্স ব্রো। এ ব্যাপারে আরো টিউন ও টিউটরিয়াল আশা করছি …।।

    ওয়েলকাম ব্রো, চেষ্টা করব!

Level 2

Great..

Thanks to All for a positive Feedback…!! 😀 🙂

Level 0

ei jinis ta e ami etodin khujci…..thnx for sharing 😀

Bohul protikkhito kichu dilen. Dhonnobad vai.
asa korchi poriborti tune khub sighroi pabo.

Level 2

Mtk device a ki kaj hobe,,??

প্রিয় পাঠক, অনেক ইচ্ছা থাকা সত্তেও দুঃখের সাথে বলতে হচ্ছে যে, ২য় পর্ব এখন লিখতে পারছি না। কারণ আজ সকালে আমার PC বিক্রি করলাম 🙁 :'( অবশ্য অর্ধেক এর মত লিখেও ফেলছিলাম। বর্তমানে Draft এ রাখলাম, পরে সম্পুর্ন করব ইনশাআল্লাহ!!
আপনাদের মাঝে যদি কেউ PC বিশেষজ্ঞ থাকেন তাহলে please আমার সাথে একটু FB তে Knock করুন। এবার একটা গেমিং PC কিনব। Please help…. 🙂