ফ্লাস করুন আপনার সনি এক্সপিরিয়া ফোন নিজেই । (শুধুমাত্র সনি লাভারদের জন্য)

আশাকরি সবাই ভালোই আছেন। এটা আমার ২য় টিউন এর আগের টিউনে আমি দেখিয়েছিলাম কিভাবে ফোন রুট না করে এক্সপিরিয়া ফোনের স্টক রমের ব্যাকাপ নেওয়া যায় যদি না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখে আসেন। আজকে দেখাবো আমাদের তৈরি করা বা ডাউনলোড করা স্টক রম কিভাবে ফোনে ফ্লাস করব ? তো চলুন কাজে নেমে পড়ি।

নোট:- ফ্লাস মারার আগে ফোনের দরকারি ডাটা মেমোরি কার্ডে ব্যাকাপ নিয়ে নিবেন।

আমাদের যা  যা লাগবে –

(ক) সনি পিসি কম্পানিয়ন যদি না থাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

(খ) ফ্লাসটুল (এইটা হল আপনার ফোনের প্যারাসিটামল যতদিন সনি ফোন ব্যাবহার করবেন ততদিন ফ্লাসটুল কাছে রাখবেন। lol 😀 ) যদি না থাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ফ্লাসটুল ইনস্টল হয়ে গেলে ড্রাইভারটা ইনস্টল করে নিন ড্রাইভারটা পাবেন - C:\Flashtool\drivers ফোল্ডারে

যাদের জানালা ৮, ৮.১ তারা আগে এখান থেকে PDF টা ডাউনলোড করে কাজগুলো করে তারপর ড্রাইভার ইনস্টল করুন। তাছারা ড্রাইভার ইনস্টল হবে না।

(গ) ভালোমানের ডাটা কেবল।

(ঘ) ফোনে অবশ্যই ৮০% চার্য থাকতে হবে না থাকলে করে নিন।

(ঙ) Locked or Unlocked Bootloader .

নোট :- ফোনের কোন প্রকার ক্ষয় ক্ষতির জন্য আমি বা টিটি দায়ি থাকবে না যা করবেন নিজ দ্বায়িত্বে করবেন। যাদের হার্ট দুর্বল বা ফোনের মায়া বেশি তারা কোন এক্সপার্ট ভায়ের সাহায্য নিন বা টিউন থেকে বেড়িয়ে যেতে অনুরোধ করছি।

এবার কাজের পালা –

প্রথমে ডাটা কেবল পিসির সাথে লাগান তারপর আপনার ফোন বন্ধ করে সিম, মেমোরি, ব্যাটারি খুলে ৫-১০ সেকেন্ড দেরি করুন। এবার শুধু ব্যাটারি ফোনে লাগান তারপর ফোনের ভলিউম ডাউন বাটন (যাদের ব্যাক বটন আছে তারা ব্যাক বটন । আপনার ফোনের Flashmode key জানতে এখানে জান) চেপে ধরে কেবলের সাথে কানেক্ট করুন যতক্ষন না পিসি আপনার ফোনকে ডিটেক্ট করে ড্রাইভার ইনস্টল হচ্ছে ততক্ষন ছারবেন না। ড্রাইভার ইনস্টল হয়ে গেলে কেবল থেকে ফোন খুলে ফেলুন।

এবার আপনার তৈরি করা বা ডাউনলোড করা “FTF” ফাইলটা এই লোকেশনে পেষ্ট করুন - C:\Flashtool\firmwares

এবার ফ্লাসটুল ওপেন করুন।

এবার প্রথমে বামপাস থেকে ফ্লাস আইকনে ক্লিক করুন তারপর একটা পপআপ মেনু আসলে ফ্লাসমোড সিলেক্ট করুন।

এবার বামপাস থেকে আপনার firmware টা সিলেক্ট করুন তারপর  CACHE and DATA তে টিক দিন তারপর No final verification এ টিক দিন এবার নিচে থেকে Flash বটনে ক্লিক করুন।

একটু ওয়েট করুন আপনার ফাইল গুলো রেডি হতে দিন।

ফাইল গুলো রেডি হয়ে গেলে আপনাকে একটা উপরের মতো পপআপ ম্যাসেজ দিবে। এখানে লক্ষ করুন দেখুন ব্যাক বটন চেপে ধরে ফোন কানেক্ট করতে বলছে। যাদের ফোনে ব্যাক বটন আছে তারা ব্যাক বটন চেপে ধরে ফোন কানেক্ট করুন আর যাদের ফোনে ব্যাক বটন নাই মানে স্কিনের উপর চিহ্ন দেওয়া তারা ভলিউম ডাউন বটন চেপে ধরে ফোন কানেক্ট করুন। আপনার ফোনের ফ্লাসমোড জানতে এখানে যান।

এবার আপনার ফোন ফ্লাস শুরু হবে প্রায় ৫-৭ মিনিট সময় নিতে পারে ততক্ষন দেরি করুন বা এক কাপ কফি খেয়ে আসুন। ফ্লাস শেষ হয়ে গেলে এবার ফোন কেবল থেকে খুলে সিম, মেমোরি লাগিয়ে অন করুন প্রথমবার অন হতে প্রায় ৩-৫ মিনিট সময় নিতে পারে ভয়ের কিছু নাই একটু ওয়েট করুন।

আর কোন সমস্যা হলে কমেন্টস বক্স নিচে আছে ।  আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে।

দয়া করে কেউ কপি পেষ্ট মাইরেন না। 

Level 0

আমি অবুজ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dhonnobad shondor tune ti korar jonno…….

amar ektu problem hosse…প্রথমে ডাটা কেবল পিসির সাথে লাগান তারপর আপনার ফোন বন্ধ করে সিম, মেমোরি, ব্যাটারি খুলে ৫-১০ সেকেন্ড দেরি করুন।….

ei option ta hosse na..i mean amar phone e battery fixed …khula jai na…..battery na khulle ki kono problem hobe ???

r pls….xperia series er easy root & CWM install dear way thakle ….pls..akta tune korben….

dhonnobad…bro..for everything….

    @walid: না কোন সমস্য নাই।
    সাথেই থাকুন সব পাবেন। ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবান সুন্দর টিউনের জন্য।
আমি Xperia TX ব্যবহার করি। কিভাবে আমি Cyanogenmod 11 ব্যবহার করতে পারি যদি জানাতেন খুব উপকৃত হতাম। Please জানাবেন।

Level 0

আমি Xperia TX ব্যবহার করি। কিভাবে আমি Cyanogenmod 11 ব্যবহার করতে পারি যদি জানাতেন খুব উপকৃত হতাম। Please জানাবেন।

ভাই আমি সনি এরিকসন লাইভ উইথ ওয়াকমান ব্যবহার করি কিন্তু আমি আজ পর্যন্ত কাষ্টমারের রম দিতে পারলাম না!!!
যদি একটি কিটক্যাট রম এর লিংক দিতেন এবং পদ্ধতি সহ।

vai xperia ta charge thake kamon?

    @সজীব মন্ডল: আমি সনির দুটো সেট ব্যাবহার করছি চার্য ভালোই থাকে। নরমাল ইউজার হলে একদিন পার হয়ে যাবে আর হার্ডকোর ইউজার হলে একদিন ধুমচায়ে চলে যাবে।
    ধন্যবাদ আপনাকে

Level 0

এবার আপনার তৈরি করা বা ডাউনলোড করা “FTF” ফাইলটা…………………………..

vai jaigata bujhlam na

    @armanat111: মানে আপনি যে ড্রাইভে ফ্লাসটুল ইনস্টল করছেন। আমি বাই ডিফল্ট লোকেশন টা দেখিয়েছি ভালো করে লক্ষ করুন বলা আছে “C:\Flashtool\firmwares”।
    ধন্যবাদ আপনাকে