এন্ড্রয়েড বিশেষজ্ঞ ভাইদের বলছি নিজের মোবাইলটি এত যত্ন করেন আমার জন্য কিছু করবেন না।

আসসালামু আলাইকুম টেকটিউনস পরিবারের জন্য শুভ কামনা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টিউন না করতে করতে ভুলেই গেছি, তবে আপনারদের টিউনগুলি দেখতে ভুল করি না, সবাই ভালো টিউনস করেন আর আমরাও বেশি বেশি দেখব উপকৃত হব। শিক্ষানিয় টিউনগুলি বেশি দেখি কারন যা যানিনা তা এখানে পাই শিখতে পারি কিভাবে কি করতে হয়।

-------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------

আমি কোন কিছু শিখাতে আসি নাই, শিখতে আসছি আমার একটি চায়না ট্যাব আছে যার মডেল HT3 নাম: পিক্সেল। আমার এই ট্যাবটি চালু করলে Pixel লেখাটি ভেসে উঠে। আমি যে সমস্যাটি ফিল করছি তা হলো যখন আমি আমার ট্যাবের ডিফল্ট ব্রাউজার এ্যাপ টি চালু করি এবং কোন সাইটে প্রবেশ করি এর 10-15 সেকেন্টের মধ্যে ব্রাউজারটি অটো ক্লোজ হয়ে যায়। মজিলাতেও একই অবস্থা, এর জন্য আমি ট্যাবটি 2 বার রিসেট করেছিলাম কিন্তু কোন কাজ হয় না। আবার মিডিয়া এ্যাপটি চালু করলে  অর্থ্যাৎ যেটার মধ্যে ভিডিও, এবং ছবি এক সাথে আসে এটাও একই অবস্থা কিছুক্ষন লোড হওয়ার পর বন্ধ হয়ে যায়। বাকি ফেসবুক এ্যাপ, ইউটিউব ভালো ভাবে চলে। কোন অভিজ্ঞ ভাই আমার এই প্রভলেম টুকু স্লব করেন আমি ট্যাবটি নিয়ে অনেক বিরক্তে আছি নেট ব্রাউজ করতে পারছি না।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেই এপ গুলা বন্ধ হয়ে যায় (unexpectedly stopped) ???
সেটিং এ ঢুকে Clear Data মেরে দেখুন কাজ হয় কিনা। 😛

ex: ‘ Settings > Apps > manage > mozilla > Clear Data’

Level 0

Clear Cache & Clear Data, hope this will solve the prooblem (y)

stock romta abar flash dia dekhte paren……..