এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার Walton Primo RX2 এন্ড্রয়েড ফোন।
ধাপ ১ঃ এই Download বা Download লিঙ্ক হতে Android Usb Drivers ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ। Firmware এর ভিতরে ও Drivers দেওয়া উপরের গুলো কাজ না করলে ঐ Drivers টা ইন্সটল করে নিবেন।
ধাপ ২ঃ Walton Primo RX2 এর স্টক রম এখান থেকে কিটক্যাট (4.2.2) ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে Extract করুণ।
ধাপ ৩ঃ এখন ফ্ল্যাশটুল (Flash tool) ফোল্ডার হতে MultiPortDownload.exe ওপেন করুন।
ধাপ ৪ঃ এখন Scatter-loading (MT6592_Android_scatter.txt“ file from “SW” folder) ফাইল টি Software ফোল্ডার হতে সিলেক্ট করুন এবং Start All বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ এখন ফোনের ব্যাটারি খুলে ডাটা ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করুন (যতক্ষণ ফ্লাশিং প্রসেস Start না হওয়া পর্যন্ত volume up key চেপে ধরে রাখুন)।
ধাপ ৬ঃ কিছুক্ষণ এর মধ্যে ফ্লাশিং শুরু হবে এবং ফ্লাশিং শেষে Cksm(USRDATA) OK…100% সবুজ আইকন দেখতে পাবেন।
মনে রাখবেনঃ
আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।
আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
vai walton zx e kivabe deya jay………