এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০৬] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Symphony W150 স্মার্ট ফোন।

এটি এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি চেইন টিউনের ৬ষ্ঠ পর্ব

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার Symphony W150  এন্ড্রয়েড ফোন।

এই পদ্ধতিতে যে ফোন গুলো ফ্ল্যাশ করতে পারবেন তার লিস্ট নিচে দেওয়া হলো।

ধাপ ১ঃ এই Download লিঙ্ক হতে Android Usb Drivers ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ।

ধাপ ২ঃ আপনার এন্ড্রয়েড ফোন বন্ধ করুণ এবং ব্যাটারি খুলে ফেলুন।

ধাপ ৩ঃ আপনার Symphony W150 ফোনের স্টক রম ডাউনলোড করুণ এবং ফাইলটি আপনার কম্পিউটারে  Extract করুণ।

ধাপ ৪ঃ ডাউনলোড এবং আপনার কম্পিউটারে SP Flash Tool (Smart Phone Flash Tool) Extract করুণ। Extract করার পরে নিচের ছবির মত দেখতে পাবেন।

Smart Phone Flash Tool Extracted Files

ধাপ ৫ঃ এখন Flash_tool.exe ওপেন করুণ (এটি ধাপ ৬ এ দেখতে পাবেন)।

Open SP Flash Tool

ধাপ ৬ঃ এখন SP Flash Tool.exe টি ওপেন হইছে। ডান পাশের Scatter-Loading বাটনে ক্লিক করুণ।

Smart Phone Flash Tool

ধাপ ৭ঃ এখন Scatter-Loading ফাইলটি খুঁজুন (আপনার ডাউনলোড করা স্টক রমের Firmware ফোল্ডারে পাবেন)।

Locate Scatter File in SP Flash Tool

ধাপ ৮ঃ এখন উপরের Download বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।

Begin Stock Rom Flash Process

ধাপ ৯ঃ এখন, আপনার এন্ড্রয়েড ফোনটি (ব্যাটারি ছাড়া) Usb Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে কনেক্ট করুণ। কম্পিউটারের সাথে কানেক্ট করার পর Voloum Up বা Voloum Down চাপুন, যাতে করে আপনার কম্পিউটার সহজেই আপনার এন্ড্রয়েড ফোনটি ডিটেক্ট করতে পারে।

ধাপ ১০ঃ যখন ফ্ল্যাশ সম্পূর্ণ হবে, তখন Download ok (সবুজ বৃত্ত) পপআপ বার্তা পাবেন।

Green Ring in Smart Phone Flash Tool

ধাপ ১১ঃ এখন আপনার কম্পিউটার থেকে Smart Phone Flash Tool টি ক্লোজ করুণ এবং আপনার এন্ড্রয়েড ফোনটি কম্পিউটার থেকে Disconnect করুণ। ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই।

মনে রাখবেনঃ

  • আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
  • ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
  • উপরের Installable USB Drivers টি প্রায় সব এন্ড্রয়েড ফোন কাজ করবে।
  • আপনাদের যার যেই ফোনের স্টক রম লাগবে তা কমেন্টে জানাবেন।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Symphony w128 এ কাস্টম রম ফ্লাশিং পদ্ধতি নিয়ে টিউন করলে খুব উপকৃত হতাম ভাই।

    bro,,,fb te apnar phn yer model diye search kore dekhen kisu group ache …. okhane shob pete paren

    @biplob roy: bro,,,fb te apnar phn yer model diye search kore dekhen kisu group ache …. okhane shob pete paren

ভাই ফ্লাশিং করার সময় কি পিসিতে কি নেট চালু রাখতে হবে নাকি?

Level 8

@ biplob roy
পরের টিউনে চেষ্টা করব।

Level 8

@সোহাগ
পিসিতে কোন নেট এর প্রয়োজন নাই। এমনিতেই ফ্লাশ দিতে পারবেন।

ভাই আমার samsung duos.মডেল g 7102 কিটকাট করব কি করে plz help me

    @বিল্লাল হুসাইন:

    #১
    মোবাইল থেকে Check for Update দিয়ে আপডেট দিতে পারেন, তবে এতে কমপক্ষে ১ জিবি ডাটার প্রয়োজন।

    #২
    স্যামসং কেয়ারে গিয়ে আপডেট দিতে পারেন।

    #৩
    স্যামসং এর অফিসিয়াল Firmware ডাউনলোড করে Odin দিয়ে ফ্লাশ দিতে পারেন।

    *তবে আমি পারমোনালি #৩ প্রিফার করি।

@বিল্লাল হুসাইন:

#১
মোবাইল থেকে Check for Update দিয়ে আপডেট দিতে পারেন, তবে এতে কমপক্ষে ১ জিবি ডাটার প্রয়োজন।

#২
স্যামসং কেয়ারে গিয়ে আপডেট দিতে পারেন।

#৩
স্যামসং এর অফিসিয়াল Firmware ডাউনলোড করে Odin দিয়ে ফ্লাশ দিতে পারেন।

*তবে আমি পারমোনালি #৩ প্রিফার করি।

150 এ কি কিটকেট করা যাবে। যদি করা যায় তা কি ভাবে?

Level 8

@ সোহাগ
করা যাবে না মনে হয়।

ভাই সব টিউনে একই কথা লিখছেন……
(((এখন, আপনার এন্ড্রয়েড ফোনটি (ব্যাটারি ছাড়া) Usb Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে কনেক্ট করুণ। কম্পিউটারের সাথে কানেক্ট করার পর Voloum Up বা Voloum Down চাপুন, যাতে করে আপনার কম্পিউটার সহজেই আপনার এন্ড্রয়েড ফোনটি ডিটেক্ট করতে পারে)))
তাহলে ব্যাটারী কখন লাগাবো…????।

Symphony W128 ফোনের স্টক রম ফ্ল্যাশ করতে যাবার সময় ফোন তো ডিটেক্টই করে না।