[অ্যান্ডয়েড সিকিউরিটি] চলুন রুট করা অ্যন্ড্রয়েডের লক memo,পাসওয়ার্ড ছাড়াই খুলি

 

 

 

আমরা আমাদের অনেক  প্রয়োজনীয় তথ্য বর্তমানে memo তে লক করে রাখি কিন্তু তা কি সম্পূর্ন security দেয়।

চলুন রুট করা অ্যন্ড্রয়েডের লক memo,পাসওয়ার্ড  ছাড়াই খুলি
তো যেভাবে শুরু করবেন
১; একটি  রুটেঢ অ্যন্ড্রয়েড ফোন
২; sqlite editor.apk
৩;super su [for root permisson]


”এবার চলুন কাজ শুরু করা যাক”
# প্রথমে রৃুটেঢ অ্যন্ড্রয়েড ফোন টি হাতে নিন
#supersu install করুন না করা থাকলে


#sqlite editor টা ও install করুন
#root permission চাইবে,দিয়ে দিন
#এবার যেহেতু memo এর পাসওয়ার্ড ছাড়া লক memo দেখবো তাই sqlite এর app থেকে memo সিলেক্ট করুন


#root permission চাইবে,দিয়ে দিন
#দেখবেন memo.db আসবে,সিলেক্ট করুন


#তারপর আরো অপসন আসবে আপনি  memo লেখাটা সিলেক্ট করুন


#এরপর দেখবেন memo database অন হোচ্ছে
#যে memo টি খুলটে চান সেটি সিলেক্ট করুন, চিত্ত দেখুন;

#এরপর নিচের ছবির মত true লেখাটি false করুন abd save it


#memo তে যান দেখুন লক করা memo টি unlock হইসে without touching password...
its to funny but relly working any memo

“এর উপকারীতা”
#নিজে memo এর pass ভুলে গেলে unlock করতে পারবেন
#pass ছাড়া lock করা

“যার বাশ দিবেন তার অপকারীতা”
#তার অনুপুস্থিতিতে  memo lock or unlock করা
#personal memo দেখে ফেলা
#আরো কি চান?

তো পরিশেষে বলা যায় root android এর security খুব দুর্বল।এই টিউনটি সচেতনতা মূলক এই দুর্বলতাটির owner আমি তাই কেউ কপি পেস্ট করবেন না,করলে অবশ্যই credit এ আমার নাম অথবা আমার ব্লগের নাম দিতে হবে।
[NB]: IF ANY CAUSES  OR ANYTHING ITS YOUR OWN RESPONSIBILITY
ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই  কমেন্ট করবেন।
পরবর্তীতে আরো অনেক ভালো কিছু করার চেস্টা করব যদি আপনাদের সাহায্য পাই
টিউনটি প্রথম প্রকাশিত আমার ব্লগে:  http://www.webtrickon.blogspot.com
ধন্যবাদ

It is my first Tune . I try my best .....  Any help please comment

Level 0

আমি শাহরিয়ার শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তোমার টিউন দেখে ভালো লাগলো্। অনেক ডিটেইলস এ লিখেছো কিন্তু, আগে নিজেকে নিরাপদ রাখতে চেষ্টা কর। তোমার টিউনটি থেকে তোমার অনেক গোপন তথ্য ফাঁস হচ্ছে। এখানে সেগুলো বলতে চাইনা।
আর একটি কথা, “তো পরিশেষে বলা যায় root android এর security খুব দুর্বল।” এটি ভিত্তিহীন কথা। কিভাবে এটা তুমি বলতে পারলে। লোকালি এরকম অনেক কিছুই করা যায়। আর রুট যেকোনো অপারেটিং সিস্টেম এর সিকিউরিটি বাইপাস করে। অর্থাৱ রুট পারমিশন নেয়ার মানে হচ্ছে, তোমার ডিভাইসে তুমি যা খুশি করতে পারবে। তাই রুট এন্ড্রয়েড এর সিকিউরিটি দুর্বল এটা কোনো ভাবেই বলা যাবে না। কারন তোমার রুট ডিভাইসে তোমার যা খুশি করার অধিকার আছে। একে দুর্বলতা বলা যাবে না। এই কারনেই কোম্পানিগুলো বলে রুট করলে ওয়ারেন্টি ভয়েড হবে।
যাই হোক ধন্যবাদ তোমাকে সুন্দর টিউন উপস্থাপন করার জন্য। 🙂

thanks …zawad for your comment ….

“তো পরিশেষে বলা যায় root android এর security খুব দুর্বল।”
আপনার এই মতামতের ভিত্তিতে আমি “লুল” শব্দটি ব্যাবহার করলাম।
.
.
.
তারপর বলি.. আমার সুপার ইউজারে পিন কোড দেয়া। কোন কছু ইন্সটল করে গ্রান্ট করতে গেলেই পিন কোড চাইবে..। Data wipe দিলেও কাজ হবে না…।
Factory reset দিবেন? দ্যান, (কিন্তুু মেমো গুলা পাইলেন না)
.
.
কোন Root explorer দিয়া SuperSU.apk ডিলেট করে দিবেন? পারবেন না… (ইন্সটল লকড)
আমার ফোনে Root explorer থাকেই, সেটা দিয়া করবেন? (পার্মিশন গ্রান্টেট করা থাকে মাত্র একবারের জন্য)
আর ঐ একবার আমিই ইউজ করি!

SO???

@Ultimate_SoHeL:
I think , আপনি বুজতে পারেন নি আমি কি বলতে চাচ্ছি।আমি এখানে সুধু দুর্বলতা টা দেখালাম, আপনি কিভাবে আপনার SUPER SU LOCK করেন ITS NOT MATTER……BUT আপনার এই প্রশ্নের উত্তর আমি পরের টিউনে দিব।ধন্যবাদ Comment করার জন্য