আপনার হয়ত মাসিক ডাটা মডেমে নেওয়া যে কারণে ফোনে নেট নেন না।আবার অনেকে সিমে নেট নিয়ে একবার পিনি একবার ফোন এমন করেন, তাদের জন্য এই পদ্ধতি।আপনাকে বার বার মডেম থেকে সিম খসিয়ে এবার ফোনে একবার মডেম করা লাগবে না্।সরাসরি মডেম দিয়ে কাজ চারাতে পারবেন।
কম্পিউটারের মত অ্যান্ড্রয়েডে(OTG Supported) ও মডেম দিয়ে নেট চালান |
তবে এই সিস্টেমটি শুধু যদের ফোন OTG Support করে তাদের জন্য। অনেকে জানেন যে OTG Support ফোনে পেন ড্রাইভ ও মডেম ইউজ করা যায় কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না। তবে সহজে পেন ড্রাইভ ইউজ করতে পারেন। তবে এখন আমি যে টিউনটি আপনাদের সাথে শেয়ার করছি। আগে কেই শেযার করেছে কিনা জানিনা। তবে আমি ইউটিউব থেকে ভিডি ও দেখে সরাসরি বাংরা টিউনে আপনাদের মাঝে মেয়ার করছি।চলুন তাহলে কম্পিউটারের মত অ্যান্ড্রয়েডে(OTG Supported) ও মডেম দিয়ে নেট চালানো সিস্টেমটা দেখা যাক,,,,,,,,,,,,,,,,,
প্রথমে নিচ থেকে অ্যাপটি নামান
File Name: PPP Widget
Download Link: Click here অথবা Click Here
উপরে ২ টা লিংক দেওয়া আছে। কারো কারো প্রথমটায় কাজ না করলে ২য় টায় কাজ করবে।
এবার অ্যাপটি ইনষ্টল করে আপনার ফোনের ফোম বটেনে আনুন। মেড লাগান।দেকবেন একটা নোটিফিকেশন আসবে। ওখানে ডিফল্ট এ মার্ক করে ওকে দিন।PPP Widget অ্যাপটায় Connect অপশন শো করবে।এবার কিছুক্ষণপর কানেক্টে ক্লিক করুন। তাড়াতিাড়ি ক্লিক করলে কানেক্ট না ও হতে পারে। যারা পিসিতে মডেম ইউজ করেন তারা যানেন, যে মডেম লাগানোর কিছুক্ষণপর কানেকশনে ক্লিক করতে হয়। ব্যাস আশাকরি কজ হবে। সবািইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।ভালো খাকবেন।
সৌজন্যে আপনার ডক্টর
আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই ভাই ধন্যবাদ নতুন্দের কাজে লাগবে