-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
টিউনের শিরোনাম দেখে অনেকেই হয়তো চমকে উঠেছেন। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এতো অল্পতেই চমকানোর অভ্যাস ত্যাগ করুন। কারন প্রযুক্তির উন্নয়ন আজকাল এতো দ্রুত হচ্ছে যে আপনাকে যদি ২ বছর ঘুম পাড়িয়ে রেখে ঘুম থেকে জাগানো হয় তাহলে সেদিনের প্রযুক্তি দেখে আপনার সাথে সাথেই হার্ট এ্যাটাক হয়ে যাবে। যাহোক এবার কাজের কথায় আসি, ইংরেজিতে একটা প্রবাদ আছে Cut your coat according to cloth (আয় বুঝে ব্যায় করো)। তাই আমাদের অর্থের প্রত্যেকটি পয়সার হিসাব সহজে রাখার জন্য আমার এই ছোট্ট প্রয়াস।
আমি আজ আপনাদের এমন একটি Apps এর সাথে পরিচয় করিয়ে দিবো যার সাহায্যে আপনি সহজেই আপনার মোবাইলে আপনার প্রতিটি টাকার হিসাব রাখতে পারবেন এবং মানিব্যাগে হাত না দিয়েই মোবাইল দেখে বলে দিতে পারবেন আপনার ব্যাগে কত টাকা আছে। এ বিষয়ে এর আগে কেউ টিউন করেছে কিনা আমি জানিনা, যদি করে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থি। টেকটিউনসে আমার সার্চ রেজাল্ট নিচে দেওয়া হলো।
আজ আমি আপনাদের সাথে যে Apps টি শেয়ার করতেছি তার নাম Money Manager Pro । তো দেরি না করে নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন। সাইজ মাত্র 11MB। এটি একটি পেইড এপস হলেও আপনারা ফ্রিতেই পাচ্ছেন।
যদি ডাউনলোড শেষ করে থাকেন তাহলে Apps টি স্বাভাবিক নিয়মে ইনস্টল করে নিন এবং অপেন করুন। তারপর Settings থেকে Currency Setting এ যান এবং BDT-Bangladesh(৳) নির্বাচন করুন। এখন Home Screen এ ফিরে আসুন এবং আপনার ইন অপশন থেকে আপনার Income Money যোগ করুন। তারপর Out অপশন থেকে আপনার ব্যায় লিখতে থাকুন। আপনাদের সুবিধার জন্য নিচে কিছু স্ক্রিন শট দিলাম।
তারপরেও বুঝতে অসুবিধা হলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন।
এবার বলুন আপনার ব্যালান্স জানার জন্য কি মানিব্যাগ দেখার প্রয়োজন আছে?
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।