এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০৫] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Symphony W130 স্মার্ট ফোন।

এটি এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি চেইন টিউনের ৫ম পর্ব

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে Piranhabox এর মাধ্যমে ফ্ল্যাশ করবেন আপনার স্মার্ট এন্ড্রয়েড ফোন।

আপনার পিসি তে যদি কোন এন্টিভাইরাস ইন্সটল করা থাকে তাহলে আন-ইন্সটল বা ডিজেবল করে নিন।

ধাপ ১ঃ আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার ফোনে  ব্যাটারি তে ৪০-৫০% এর অধিক চার্জ আছে।

ধাপ ২ঃ Piranhabox Tool ডাউনলোড  এবং Extract করুণ আপনার কম্পিউটারে।  Extract করার পরে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন।

piranhabox files

ধাপ ৩ঃ স্টক রম ডাউনলোড করুণ (.bin) ফরমেট এ আপনার স্মার্ট ফোনের জন্য।

ধাপ ৪ঃ এখন, Piranhabox ওপেন করুণ (যা আপনি ধাপ ২ তে Extract করেছেন)

Open Piranhabox

ধাপ ৫ঃ এখন Piranhabox ওপেন হলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন এবং Chinese Tool বাটনে ক্লিক করুণ।

PiranhaBox Launched

ধাপ ৬ঃ Chinese Tool এ যাওয়ার পর MTK Chipset Tool দেখতে পাবেন, এখন Maximization বাটনে ক্লিক করুণ।

PiranhaBox ChineseTool Maximize

ধাপ ৭ঃ MTK Chipset Tool এর ডান পাশের Write বাটন সিলেক্ট করুণ।

PiranhaBox Write

ধাপ ৮ঃ এখন Browse বাটনে ক্লিক করুণ এবং .bin firmware ফাইলটি খুঁজুন (যেটা আপনি ধাপ ৩ এ ডাউনলোড করেছেন)।

PiranhaBox Select File

PiranhaBox Select Bin

ধাপ ৯ঃ এখন, বুট করার জন্য 8th Boot (mt65xx) সিলেক্ট করুণ।

PiranhaBox Select Boot
ধাপ ১০ঃ এখন, USB Mood বাটন সিলেক্ট করুণ।

PiranhaBox Select USB Mode

ধাপ ১১ঃ এখন, Cable Name USB_(Cable&Mode) সিলেক্ট করুণ।

PiranhaBox Select USB Cable

ধাপ ১২ঃ এখন, আপনার স্মার্ট ফোনটি আপনার কম্পিউটারের  USB Cable এর মাধ্যমে কানেক্ট করুণ (কম্পিউটারের সাথে কানেক্ট করার আগে আপনার ফোন বন্ধ করে নিন)

ধাপ ১৩ঃ এখন, Start বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।

PiranhaBox Start Flash

ধাপ ১৪ঃ যখন  ফ্ল্যাশ সম্পূর্ণ হবে তখন Piranhabox Tool এ সবুজ রং এর Passed ম্যাসেজ দেখতে পাবেন।

ধাপ ১৫ঃ এখন আপনার স্মার্ট ফোন ধাপ ১০ঃ এখন আপনার স্মার্ট ফোন Spreadturm Upgrade Tool এর মাধ্যমে সঠিক ভাবে ফ্ল্যাশ দেওয়া হয়ে গেছে এবং আপনার স্মার্ট ফোনটি পিসি থেকে Disconnect করএ স্টার্ট করুণ।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই keep it up !! 😀

Level 0

Piranhabox Tool kinte hobe??? Amar to nai

আমার টিউন দেখতে ভুল্বেন না

https://www.techtunes.io/tech-talk/tune-id/319314

অনেক সুন্দর হচ্ছে আপনার ফ্ল্যাশিং Tune গুলো @ চালিয়ে যান।

Level 8

@ IHK শাওন
আপনাকেও ধন্যবাদ।

Level 8

@ mana
Piranhabox Tool এর লিঙ্ক আপডেট করা হইছে, একটু কষ্ট করে দেখে নিন।

Level 8

@ হোছাইন আহম্মদ
আপনাকে ধন্যবাদ। চেষ্টা করবো চালিয়ে যেতে।

Symphony w150 ফ্ল্যাশিং পদ্ধতি নিয়ে একটু বলবেন ভাই