এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০৪] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Walton বা Symphony স্মার্ট ফোন।

এটি এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি চেইন টিউনের ৪র্থ পর্ব

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে Spreadturm Upgrade Tool এর মাধ্যমে ফ্ল্যাশ করবেন আপনার স্মার্ট এন্ড্রয়েড ফোন।

ধাপ ১ঃ আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার ফোনে  ব্যাটারি তে ৪০-৫০% এর অধিক চার্জ আছে।

ধাপ ২ঃ আপনার ফোনে Usb Debugging মুড অন করুণ। Usb Debugging মুড অন করতে Setting > Developer option > USB Debugging (টিক দিন অন করতে)।

Andtoid 4.2.2 বা এর পরের ভার্সন গুলোতে Developer Option লুকানো (Hidden) অবস্থায় আছে।  Developer Option বের (Unhide) করতে Settings > About Phone > Built Number (৫-৮ বার টাচ করুণ)।

Enable USB Debugging on Android Smartphone

ধাপ ৩ঃ স্টক রম ডাউনলোড করুণ (.pac) আপনার স্মার্ট ফোনের জন্য।

ধাপ ৪ঃ Spreadturm Upgrade Tool Download এবং Extract করুণ আপনার কম্পিউটারে।  Extract করার পরে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন।

Upgrade Tool

ধাপ ৫ঃ এখন, UpgradeDownload.exe ওপেন করুণ।
Spreadtrum Tool

ধাপ ৬ঃ এখন Spreadturm Upgrade Tool ওপেন হলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন। আপনার স্মার্ট ফোনটি আপনার কম্পিউটারের  USB Cable এর মাধ্যমে কানেক্ট করুণ (কম্পিউটারের সাথে কানেক্ট করার আগে আপনার ফোন বন্ধ করে নিন)।
Spreadtrum Upgrade Tool

ধাপ ৭ঃ  আপনার স্মার্ট ফোনটি, আপনার কম্পিউটারের সাথে সঠিক ভাবে কানেক্ট হয়ে গেলে Load Packed বাটনে ক্লিক করুণ এবং .pac ফাইল সিলেক্ট করুণ (স্টক রম যেটা .pac ফাইলে আছে)।
Add .pac file to Spreadtrum Upgrade Tool

ধাপ ৮ঃ মনেকরি, .pac ফাইল Spreadturm Upgrade Tool এ সঠিক ভাবে Add করতে পেরেছেন। এখন Start Downloding বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।
Start flash in Spreadtrum Upgrade Tool

ধাপ ৯ঃ ফ্ল্যাশিং প্রসেস চলার সময় আপনার স্মার্ট ফোন স্বয়ংক্রিয় ভাবে রিস্টার্ট হবে। যখন  ফ্ল্যাশ সম্পূর্ণ হবে তখন Spreadturm Upgrade Tool এ সবুজ রং এর Passed ম্যাসেজ দেখতে পাবেন।

ধাপ ১০ঃ এখন আপনার স্মার্ট ফোন Spreadturm Upgrade Tool এর মাধ্যমে সঠিক ভাবে ফ্ল্যাশ দেওয়া হয়ে গেছে এবং আপনার স্মার্ট ফোনটি রিস্টার্ট নেওয়ার পরে Settings > About Phone > Check firmware চেক করে নিন।

মনে রাখবেনঃ

  • আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
  • ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
  • আপনাদের যার যেই ফোনের স্টক রম লাগবে তা কমেন্টে জানাবেন।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 8

স্বাগতম

ভাই আমার নতুন walton primo ef2 এর custom rom লাগবে । কারন আমার stock rom এপ install করলে অতিরক্ত জায়গা খায়

Level 0

vai ami apnar fb ad korsi amar id md mozahied islam piles apnar mobaiel no…deben apnar sate kota bola amar khov dorke dorke… .

Symphony w150 ফ্ল্যাশিং পদ্ধতি নিয়ে একটু বলবেন ভাই

Level 8

@ সোহাগ ভাই
কিছুতিনের মধ্যে টিউন করবো একটু অপেক্ষা করুণ।

Level 8

@ sundorbon
এই নামে আমি কোন রিকুয়েস্ট পাইনি