এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার Symphony W80 এন্ড্রয়েড ফোন।
ধাপ ১ঃ আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার ফোনে ব্যাটারি তে ৩০-৪০% এর অধিক চার্জ আছে।
ধাপ ২ঃ এই লিঙ্ক হতে Download করুণ এবং ইন্সটল করুণ আপনার কম্পিউটারে। যদি আগে ইন্সটল করা থাকে তাহলে এই ধাপ Skip করুণ।
ধাপ ৩ঃ আপনার ফোনে Usb Debugging মুড অন করুণ। Usb Debugging মুড অন করতে Setting > Developer option > Usb Debugging (টিক দিন অন করতে)।
ধাপ ৪ঃ আপনার ফোনটি বন্ধ (Power Off) করুণ।
ধাপ ৫ঃ এখন আপনার ফোনে AP Mood Enable করুণ। AP Mood Enable করতে Power Key এবং Volume Up Key, ৫-৮ সেকেন্ড চেপে ধরে রাখুন, যতক্ষণ পর্যন্ত AP Mood Enable না হয়।
ধাপ ৬ঃ এখন, আপনার ফোন কম্পিউটারের সাথে Usb Cable এর মাধ্যমে কানেক্ট করুণ।
ধাপ ৭ঃ স্টক রম (Stock Rom) ডাউনলোড করুণ এবং আপনার কম্পিউটারে Extract করুণ। ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
ধাপ ৮ঃ Download Qualfast Software এবং আপনার কম্পিউটারে Extract করুণ। Extract করার পরে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন।
ধাপ ৯ঃ এখন Qualfast2.0.5.exe ওপেন করুণ(যেটা আপনি ধাপ ৮ এ Extract করেছেন)।
ধাপ ১০ঃ যখন Qualfast2.0.5.exe Software টি ওপেন হবে তখন ডান পাশের SEL PATH বাটনে ক্লিক করুণ।
ধাপ ১১ঃ এখন Rom ফোল্ডারে যান (যেতা আপনি ধাপ ৭ এ ডাউনলো করেছেন)।
ধাপ ১২ঃ Rom সঠিক ভাবে Add করা হলে , AP_Path Qualfast2.0.5.exe Software (বাম পাশে) স্বয়ংক্রিয় ভাবে সেট হয়ে যাবে এবং Info Boxes নীল রং ধারণ করবে।
ধাপ ১৩ঃ এখন Ok বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।
ধাপ ১৪ঃ ফ্ল্যাশিং প্রসেস সম্পূর্ণ হলে আপনি একটি সবুজ বক্স দেখতে পাবেন।
ধাপ ১৫ঃ এখন,আপনার কম্পিউটার হতে Qualfast2.0.5.exe Software টি ক্লোজ করুন এবং আপনার ফোনটি ও কম্পিউটার হতে Disconnect করুণ।
ধাপ ১৬ঃ ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই। এখন আপনার ফোন Restart দিন।
মনে রাখবেনঃ
আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।
আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খুবই সুন্দর হয়েছে। ভাই আপনার ইমেই আইডি টি একটু দিবেন। আপনাকে কিছু জানার জন্য।