টেকটিউন্স এর দুনিয়ায় অনেক দিন আগে সংযুক্ত হলেও আমি এত দিন নিয়মিত শুধু টিউন দেখেই এসেছি। আজ আপনাদের জন্য আমার প্রথম টিউন, আশা করি ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন।
বিভিন্ন ব্র্যান্ডের অথবা নন-ব্র্যান্ডের এন্ড্রয়েড ফোন অথবা ট্যাব যারা ব্যাবহার করছেন, তাদের অনেকেই ফার্মওয়্যার/রম চেঞ্জ করতে যেয়ে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এই টিউনটি মুলত তাদের জন্য। আশা করি উপকৃত হবেন। 🙂
খুব সহজেই আপনি আপনার ফোন/ট্যাবের হারিয়ে যাওয়া "IMEI" ফিরে পাবেন।
কিছু স্টেপ ফলো করুন,
১। ফোন ডায়ালার এ যেয়ে লিখুন *#*#3646633#*#*
২। একটি স্পেশাল মেনু আসবে, সেখানে "connectivity" এর মাঝে "CDS Information" এ যাবেন,
৩। সাব মেনু থেকে "Radio Information" সিলেক্ট করুন,
৪। সিঙ্গেল সিম এর ফোন/ট্যাব হলে প্রথমেই "AT+" লিখা দেখতে পাবেন,
ডুয়েল সিম হলে সিম স্লট সিলেক্ট করে দিবেন,
৫। এবার প্রথম সিম এর জন্য "AT+" লিখা যেখানে, সেখানে লিখবেন AT+EGMR=1,7,”xxxxxxxxxxxxxxx" মনে রাখবেন, "x" হল আপনার "IMEI" (আপনি "IMEI" জেনে থাকলে সেটাই দিবেন, অথবা যেকোন একটা দিবেন, ভুল বশত অন্যের আইওএমইআই ব্যাবহার করবেন না। ইহা শাস্তি যোগ্য অপরাধ।)
৬। সেন্ড কমান্ড এ টাচ করবেন,
৭। অনুরুপভাবে, দ্বিতীয় সিম এর জন্য লিখবেন AT+EGMR=1,10,”xxxxxxxxxxxxxxx"
৮। লক্ষণীয়, "IMEI" ১৫ ডিজিট এর হয়। অবশেষে আপনি আপনার ফোন/ট্যাব রিস্টার্ট করে নিন। ব্যাস...
*** আমি এন্ড্রয়েড সম্পর্কে বিশেষ ভাবে দক্ষ নই। তাই যারা জানেন, আমার ভুল গুলো শুধরিয়ে দেওয়ার অনুরোধ করছি।
আমি syfullahkamal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank u !