এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০১] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Walton বা Symphony স্মার্ট ফোন।

এটি এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি চেইন টিউনের ১ম পর্ব

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার (বিশেষ করে Walton, Symphony জাতীয়)  এন্ড্রয়েড ফোন।

ধাপ ১ঃ এই Download লিঙ্ক হতে Android Usb Drivers ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ।

ধাপ ২ঃ আপনার এন্ড্রয়েড ফোন বন্ধ করুণ এবং ব্যাটারি খুলে ফেলুন।

ধাপ ৩ঃ আপনি যে ফোনটি ফ্ল্যাশ করতে চান সেই ফোনের স্টক রম ডাউনলোড করুণ এবং ফাইলটি আপনার কম্পিউটারে Extract করুণ।

ধাপ ৪ঃ ডাউনলোড এবং আপনার কম্পিউটারে SP Flash Tool (Smart Phone Flash Tool) Extract করুণ। Extract করার পরে নিচের ছবির মত দেখতে পাবেন।

Smart Phone Flash Tool Extracted Files

ধাপ ৫ঃ এখন Flash_tool.exe ওপেন করুণ (এটি ধাপ ৬ এ দেখতে পাবেন)।

Open SP Flash Tool

ধাপ ৬ঃ এখন SP Flash Tool.exe টি ওপেন হইছে। ডান পাশের Scatter-Loading বাটনে ক্লিক করুণ।

Smart Phone Flash Tool

ধাপ ৭ঃ এখন Scatter-Loading ফাইলটি খুঁজুন (আপনার ডাউনলোড করা স্টক রমের Firmware ফোল্ডারে পাবেন)।

Locate Scatter File in SP Flash Tool

ধাপ ৮ঃ এখন উপরের Download বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।

Begin Stock Rom Flash Process

ধাপ ৯ঃ এখন, আপনার এন্ড্রয়েড ফোনটি (ব্যাটারি ছাড়া) Usb Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে কনেক্ট করুণ। কম্পিউটারের সাথে কানেক্ট করার পর Voloum Up বা Voloum Down চাপুন, যাতে করে আপনার কম্পিউটার সহজেই আপনার এন্ড্রয়েড ফোনটি ডিটেক্ট করতে পারে।

ধাপ ১০ঃ যখন ফ্ল্যাশ সম্পূর্ণ হবে, তখন Download ok (সবুজ বৃত্ত) পপআপ বার্তা পাবেন।

Green Ring in Smart Phone Flash Tool

ধাপ ১১ঃ এখন আপনার কম্পিউটার থেকে Smart Phone Flash Tool টি ক্লোজ করুণ এবং আপনার এন্ড্রয়েড ফোনটি কম্পিউটার থেকে Disconnect করুণ। ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই।

মনে রাখবেনঃ

  • আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
  • ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
  • উপরের Installable USB Drivers টি প্রায় সব এন্ড্রয়েড ফোন কাজ করবে।
  • আপনাদের যার যেই ফোনের স্টক রম লাগবে তা কমেন্টে জানাবেন।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Rayhanferdous ভাই খুব সুন্দর হয়েছে এরকম টিউনস খুজছিলাম,Walton বা Symphony স্মার্ট সহ অন্য সকল মোবাইল খুব সহজে নিজেই ফ্ল্যাশ করার টিউনস করেলে খুব উপকার হবে,আমার Symphony w30 স্টক রম লাগবে ।

Level 0

tab ki flash dea jabe ai way te

Level 4

এই নিয়মে samsung galaxy s3 ফ্ল্যাশ করা যাবে?

Level 0

অনেক ধন্যবাদ অনেক দিন যাবৎ খুজছিলাম

স্টক রম লাগবে walton D1

Level 8

@ Sundorbon

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। এই আপনার W30 stock rom link-https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhdkJDVGdtenV0X1U

Level 8

@ Rony
হ্যাঁ Tab ফ্ল্যাশ দেওয়া যাবে।

Level 8

@ GS Gofur
এই নিয়মে samsung galaxy s3 ফ্ল্যাশ করা যাবে না। পরের টিউন এ শেয়ার করব।ধন্যবাদ।

Level 8

@ zabi
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। এই আপনার walton D1-https://drive.google.com/uc?id=0B_h4wIZl2BilT1BTeGpTWmZDWlk

Level 0

SP Flash Tool (Smart Phone Flash Tool) Download link den…

Level 0

[Error] Device not found দেখায় install হয়না উপায় বলেন ?

    Level 0

    @sundorban: Please turn on USB Debugging from settings

Level 8

@ Sundorbon
সব তো ঐ ফাইলের মধ্যে আসে?

Level 8

@ Sundorbon
Sp flash tool-http://www.mediafire.com/download/5f5h3owa7s7y6g2/SP-Flash-Tool-v5.1352.01.zip

Level 0

stock rom Walton v1..

Level 8

@ raselmolla
Walton primo V1-https://drive.google.com/uc?id=0B69GCjexgpX_MGowLW5CZVJGLTg

আমার মোবাইল পিসির সাথে connection ই পায় না …………
Plz ভাই সিম্ফনি ৭২ এর Stock ROM টা দিবেন , without pasword

Bhai apnake onek thanks..
Amar Walto promo H3 ..Lagbe

Level 8

@ শফিউল
ধন্যবাদ। এই W70 https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhc0lMRFRaUmllS0k ডাউনলোড লিঙ্ক।

Level 8

@ রফিক সরকার
ধন্যবা। এই আপনার স্টক কিপক্যাট রম https://drive.google.com/uc?id=0B69GCjexgpX_N05DZVBTdGJkckE

Walto promo f4 and f2 hobe ke ?? r ai jelly bean a ke kitkat rom support ????
plz…. janaben …..

maximus 908 ar jonno lolipop or kitket rom paoa jabe ki?

Level 0

stock rom pabar jonno kono website er link dile hoy walton Gh2

Level 0

ধন্যবাদ.. সুন্দর টিউন। এমন টিউনের জন্যই অপেক্ষা করি। ফোন রুট না করে, CWM ইন্সটল না করে অথবা শুধু রুট করে, CWM ইন্সটল না করে ফোন থেকে স্টক রম কি পিসি বা অন্য কোন উপায়ে ব্যাকআপ নেওয়া যাবে? এবং সেটা কি পিসি বা ফোনের স্টক রিকভারি দিয়ে ফ্লাস করা যাবে

Level 8

@ Masum Al Islam
F2=https://drive.google.com/uc?id=0B_h4wIZl2BilUUVKRTFWbUE5X0E
F4=https://drive.google.com/uc?id=0B69GCjexgpX_Nkg1YnBuVDRVczg
আর কিটক্যাট যদি offficially বের না করে তাহলে কাস্টম রমের মাধ্যমে করতে পারবেন তবে কাস্টম কিটক্যাট বের না হলে করতে পারবেন না।

Level 8

@ সিহান
দুঃখিত কোন স্টক রম নেই আপনার মাইক্রোম্যাক্স এর জন্য।

Level 8

@ Ban id
Walton এর স্টক রম পাবেন http://www.waltonforum.com

Level 8

@ Raju
আপনার প্রশ্ন গুলো আমি ঠিক বুঝতে পারিনি।

vai symphony w65 er stock rom lagbe

Level 8

@ রিদোয়ান হোসেন
W65= https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhZ0VUYXFnRVdrNWs

আমার Symphony zii এন্ড্রয়েড 4.2.1 থেকে 4.4 এ কিভাবে আপডেট করবো? প্লিজ একটু বলবেন কি??

Level 8

@ মনির হোসেইন
ভাই এটা নিয়ে পরের টিউনে আলোচনা করব।

Level 8

@ মনির হোসেইন
Zii এর জন্য কোন kitkat রম পাওয়া যায় নাই।

vaiya….symphony w82 er stock rom er link lagbe

Vhai ami Symphony ZIII and Samsung Galaxy ace nxt use kori kintu amar symphony ziii er firmware flash korbo kintu otate to battery khola jay na flash korbo kivabe?

Vhai ami Symphony ZIII and Samsung Galaxy ace nxt use kori kintu amar symphony ziii er firmware flash korbo kintu otate to battery khola jay na flash korbo kivabe? ami xda developer theke full flash file download korechi 1.7 er shathe sp flash tool and usb driver dewa ache please aktu help koren?????

Level 8

@ মজার মানুষ
আমি চেষ্টা করে আপনাকে জানাব।

Level 8

@ মজার মানুষ
আপনার ফোন বন্ধ করে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করলেই হবে।

Level 0

ভাই আমি অনেক ট্রাই করেও আমার Symphony Z2 ফ্লাশ
করতে পারিনি।। কি ভাবে করবো একটু হেল্প করেন।

আসলেই দারুন। অনেক অনেক ধন্যবাদ। আমি এইমাত্র symphony w71 ফ্লাশ দিলাম। সেটটা পুুরা ডেড হয়ে গেছিলো। এখন পুরা নিউ।

ভাই আমি “symphony w30” ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে

format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে

না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ

Android Usb Drivers এর লিংক টা কাজ করছে না 🙁

ভাই scatter file টা কিভাবে দিব….?

আমি symphony w71i ফোনটা ফ্ল্যাশ করতে চাচ্ছি, স্টক room এর ডাউনলোড লিংটা পাচ্ছি না,Help me brother. আর driver download link টা কাজ করছে না।