নিজেই হয়ে যান ব্যাটারী মাষ্টার !!! (Android)

যারা এন্ড্রয়েড ইউজার তাদের ব্যটারী আর চার্জ নিয়ে খুব সমস্যায় পড়তে হয় । ব্যটারীর চার্জ সেভ করার জন্য গুগল প্লে ষ্টোর সহ বিভিন্ন সাইটে অন্তত কয়েক’শ এপস আছে । প্রতিটি এপস ই চমকদার সব সেটিংস আর ফিচারে ভরা থাকে । আমি বেশ কয়েকটি ইউজ করেছি এদের মাঝে একটি কমন অপশন থাকে, যেখানে কোন এপ কতটুকু ব্যাটারী ব্যবহার করছে তার লিষ্ট । কিন্তু একটা গাঁজাখোরী ব্যাপার হল এই সেভার এপসটি কতটুকু ব্যাটারী ইউজ করছে তার কোন নমুনাই থাকে না । এই এপস কি হাওয়ায চলে (?) যেন সর্ষের মদ্ধ্যেই ভুত । একটি ব্যটারী সেভার এর সম্ভাব্য প্রসেস- ৩/৪ টি-
১/ চার্জ ইন্ডিকেটর । (সব সময় চালু)
২/ জাঙক ফাইল ক্লিন । (সব সময় চালু)
৩/ এড/রেট আছ ৫ ষ্টার !!! (মাঝে মাঝে)
৪/ আমাদের অমুক প্লাগ ইন ইন্সটল করুন (প্রায়ই)
৫/ এমন অনেক ফিচার ।

আমার মতে এই এপস গুলোর ব্যটারী ইউজেস ৩য়/৪র্থ পজিশনে । নিচের কাজ গুলো করে দেখুন -
১/ স্ক্রিন এর ব্রাইটনেস কম রাখুন।
২/ ভাইব্রেটর অফ রাখুন ।
৩/ সেটিংস-এপস-রানিং/ক্যাশ/ সেশন চেক করে অপ্রয়োজনীয় এপস আনইনস্টল বা স্টপ করুন । / সেটিংস-এপস-অল এপস থেকে যে এপস ইউজ করেন না তা আনইনস্টল বা স্টপ করুন । ১৫ দিনে একবার চেক করুন ।
৪/ প্লে ষ্টোর, ম্যাপস ইউজ না করলে স্টপ রাখুন ।
৫/ চার্জে লাগিয়ে ঘুমাবেন না বা ব্যবহার করবেন না। চার্জ ৪০%-৮০% রাখুন । মাসে একবার ফুল চার্জ করুন ।
৬/ কাজ না থাকলে ডাটা/ওয়াই-ফাই/জিপিএস বন্ধ রাখুন ।
৭/ স্ক্রিন অন টাইম কমিয়ে রাখুন ।
৮/ ফোন গরম হয়ে গেলে ব্যবহার করবেন না ।
সুস্থ থাকুক আপনার ব্যাটারী ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য ।

@জুবায়ের আহমেদ
Thanks for ur tunements

ডাউন লোড লিং কোথায়?

দু:খিত——– ধন্য বাদ বুঝতে পারছি?

@milonkumarbd It’s Ok, u r most welcome

Level 0

ভাই এন্ড্রয়েড ফোনে হাত লাগাইলেইতো গরম হইয়া জায়।

Level 0

ভাই এন্ড্রয়েড ফোনে হাত লাগাইলেইতো গরম হইয়া যায়।