আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন! আমরা অনেকে ছবির মধ্যে লিখতে ফটোশপ ব্যবহার করি, একদিন আমার কাছে এক কাস্টমার এসে বলল ভাই আপনার কাছে কি এই রকম কোন Apps আছে যা দিয়ে ছবির মধ্যে লেখা যায়, আমি বললাম খুজে দেখবো কালকে আসলে পাবেন। অবশেষে খুঁজে পেলাম সুন্দর ২টি Apps যা দিয়ে নিজের ফটোতে সুন্দর ভাবে লেখা যায় এবং ছবিকে বিভিন্ন ভাবে ঘুরানো।বর্ডার দেওয়া ইত্যাদি এই Apps দিয়ে করা যায়। এবং কি অনেক ধরনের ফন্ট আছে যা চেঞ্জ করা যায়, কালার/ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এই Apps ২টি দিয়ে দেওয়া যায়।
পরে উনাকে Apps ২টি দিলাম অনেক খুশি হলেন। আর আপনাদের খুশি করার জন্য শেয়ার করলাম, উনি তো খুশি হয়ে কিছু টাকা দিলেন আপনি টাকা দেওয়ার প্রয়োজন নাই অন্তত টিউমেন্ট এক ১টি ধন্যবাদ দিতে ভুলবেন না।
কাজের ধারাঃ ১। Phonto: ডাউনলোড করে Apps টি ইন্সটল করে চালু করুন। তারপর নিচে দেখানো মত আইকনে ক্লিক করে Load new image from device বাটনে ক্লিক করে আপনার ছবি নিন, এবার Pencil আইকনে ক্লিক করুন। Add Text বাটনে আপনার পছন্দের লেখা লিখুন। Align: লেখাটি কোন দিকে থাকবে সিলেক্ট করুন, সবশেষ Done দিয়ে বের হয়ে আসুন।
কাজের ধারাঃ ২। Photo Gird: ডাউনলোড করে Apps টি ইন্সটল করে চালু করুন। তাহলে ৬টি অপশন দেখতে পাবেন, আপনার পছন্দের মত ১টিতে ক্লিক করুন। আমি Grid HD তে ক্লিক করলাম।এবার Gallary শো করবে আপনার পছন্দ ছবি নিন এক বা দুটি , তারপর নিচের দেখানো আইকনে ক্লিক করুন ,
এবার ইচ্ছামত ছবি নিয়ে কাজ করুন আর হ্যাঁ ছবির মধ্যে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবেন আর লেখা তো আছে যার মধ্যে বিভিন্ন কালার ও দিতে পারবেন। একবার ব্যবহার করে দেখুন কেমন লাগে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আসুন গরিবদের পাশে দাড়াই।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Excellent. Darun hoise @ হোছাইন vai