সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন উপস্থাপন করছ। দীর্ঘ অনেকটা দিন পর টেকটিউন্স এ টিউন করতে বসলাম। আশাকরি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল কথায়।
টিউন শুরু করার আগে সর্ব প্রথম বলে নেই যে হারে এ্যান্ড্রোয়েড নিয়ে পোস্ট হয়েছে বা হচ্ছে..., তারপরও নতুন কিছু দেয়ার উদ্দেশ্যে আমার আজকের টিউন.....।।। সবসময় নতুন কিছু নিয়ে হাজির হতে পছন্দ করি আজ ঠিক তেমনই কিছু নিয়ে হাজির হলাম.....।।। তারপরেও হয়ত আমার এই পোস্টের অনেক কিছুর মিল থাকতে পারে। যদি সব কিছুরই মিল থেকে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী।
আজকের টিউনের মূল বিষয় বস্তু হচ্ছে এ্যান্ড্রোয়েড ফোন রুট করে আরো গতিশীল করেতোলা। আমি ধাপে ধাপে সব কিছু আপনাদের সবার কাছে উপস্থাপন করছি।
যে সফ্ট এর মাধ্যমে আজ আমরা ফোন রুট করবো তার নাম হচ্ছে Mobogenie। আমরা সবাই Mobogenie সম্পর্কে জানি তাই এটি নিয়ে তেমন কিছু বল্লাম না। তাহলে চলুন শুরু করি.....>>>
১। প্রথমে আপনার ফোনটি কম্পিউটারের সাথে USB Cable এর মাধ্যমে কানেক্ট করুন।
২। এখন আপনি আপনার ফোনের সেটিংস অপশানে যান।
৩। এখন Developer Option এ যান।
৪। তাপর USB Debugging অপশানটি চালু করুন।
ব্যাস আপনার ফোন এখন রুট করার যোগ্য হয়ে গেলো।
এখন Mobogenie সফ্টওয়্যারটির Toolkit অপশানটিতে যান এবং One Click Root এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন।
তাপর রুট করার জন্য Window আসলে Root Now এ ক্লিক করুন। অপেক্ষা করুন আপনার মোবাই সেটটি রুট হয়ে যাবে।
MediaFire Link: http://www.mediafire.com/download/0sxp7u0311u9rq0/Mobogenie3_2+By+Sumon+Gang.exe
এরখন আপনাদের এমন একটি সফ্টওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো যার মাধ্যমে আপনি আপনার রুট করা ফোনের গতি বৃদ্ধি সহ আরো অনেক কিছু করতে পারবেন। এর কোন ফ্রি ভার্সন নেই যার Google Play মূল্য $6.88। এর দ্বারা যে সকল কাজ গুলি হয়।
১) Performance Booster: এর মাধ্যমে আপনার ফোনের গতি বৃদ্ধি পাবে।
২) Ram Booster: এর মাধ্যমে আপনার র্যাম এর গতি বৃদ্ধি পাবে।
৩) Internet Booster: এর মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেট গতি বৃদ্ধি পাবে।
৪) Digitizer Booster: এর মাধ্যমে আপনার ফোনের Graphics Quality বৃদ্ধি পাবে।
৫) Battery Saver: এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধিপাবে। মানে অকেজো প্রোগ্রাম বন্ধ করে চার্জ ধরে রাখবে দীর্ঘসময় পর্যন্ত।
সফ্টওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংক এ যান.....>>>
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.gejos.android.boosterplusbatterysaverpro&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/8ake0t9i5125ky5/BOOSTERS+PLUS+BATTERYSAVER+PRO+v3.5.4+By+Sumon+Gang.apk
১। Android Assistant Pro: এটি Pro Version যার Google Play মূল্য $1.03। এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানেন। এক কথায় বলা চলে আবর্জনা দূরি করণের কাজে ব্যাবহার করা হয়।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.androidassistant.paid&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/svjhcfvhcb1305z/Android+Assistant+Pro+By+Sumon+Gang.apk
২। App Lock: এটা নিয়েও বলার কিছু নেই। এক কথায় বলা চলে এ্যাপস লক করে রাখার কাজে ব্যাবহার করা হয়।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.domobile.applock&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/wswc3cqaqxor22g/App+Lock+By+Sumon+Gang.apk
৩। Bangla Calender: নাম শুনেই বুঝতে পারছেন। তারপরেও বলি আমি এটা ব্যাবহার করি এর নিজশ্ব গ্যাজেট আছে তাই। এক কথায় আমার কাছে মনে হয় ভালো।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.outscar.bd.bongcal&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/qkpd5w4a7d3dq69/BongCalendarBD+By+Sumon+Gang.apk
৪। Bangla Dictionary: নাম শুনেই বুঝতে পারছেন। এর দ্বারা English to Bangla এবং Bangla to English দুইটি ভাবেই সার্চ করা যায়।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.dictionary.bn&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/s1e6jyx8jf1cvr1/Bangla+Dictionary+Millennium+By+Sumon+Gang.apk
৫। Dolphin Browser: এটি অনেক সুন্দর এবং অনেক ফাস্ট একটি ব্রাউজার। এটি অনেক গুলি মুড এ ব্যাবহার করা যায়। এর ভেতর PC Mood, Mobile Mood and Night Mood উল্লেখ্য যোগ্য।
Mobile Mood
PC Mood
Google Play: https://play.google.com/store/apps/details?id=mobi.mgeek.TunnyBrowser&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/8lxd47z2w8686wj/Dolphin+Browser+By+Sumon+Gang.apk
৬। DU Speed Booster: এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানেন। এক কথায় বলা চলে আবর্জনা দূরি করণের কাজে ব্যাবহার করা হয়।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.dianxinos.optimizer.duplay&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/ekst2y99gwo1oey/DU+Speed+Booster+By+Sumon+Gang.apk
৭। DU Battery Saver Pro: এটি Pro Version যার Google Play মূল্য $2.99। এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানেন। এক কথায় বলা যায় এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধিপাবে। মানে অকেজো প্রোগ্রাম বন্ধ করে চার্জ ধরে রাখবে দীর্ঘসময় পর্যন্ত।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.dianxinos.dxbs.paid&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/o25vhotnd3p0d1s/DU-Battery-Saver-PRO-%26-Widget+By+Sumon+Gang.apk
৮। Speed Meter: এটি Pro Version যার Google Play মূল্য $2.50। এটি নিয়েও বলার কিছুই নেই।
Google Play: https://play.google.com/store/apps/details?id=com.internet.speed.meter&hl=en
MediaFire Link: http://www.mediafire.com/download/kpgpnj2v24s383m/Internet+Speed+Meter+Lite+Pro+By+Sumon+Gang.apk
৯। DTV India: এটি একটি অসাধারণ টিভি দেখার সফ্টওয়্যার। এর মাধ্যমে আপনি বিশ্বের সব টিভি চ্যানেল দেখতে পারবেন।
Official Server Link: http://www.dtvindia.in/download.html
MediaFire Link: http://www.mediafire.com/download/62h0ajtkem4ml0e/TV+India+By+Sumon+Gang.apk
আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তিতে হাজির হবো আরো ভালো কিছু নিয়ে। আমার সবগুলি টিউন দেখতে এখানে ক্লিক করুন। ফেবুকে আমি।
আপনাদের কাছে আমার এই টউনটি ভালো লাগলে নির্বাচিত টিউন হিসেবে মনোনয়ন করুণ। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow
sooooooooooo goooood post……..thanks