খুব সহজেই নির্ভয়ে এ্যান্ড্রোয়েড ফোন রুট করুন এবং একটি সফ্ট এর মাধ্যমে ভদ্র ভাবে ফোনকে সুপার ফাস্ট করুন (১০০% কার্যকরি)…সাথে থাকছে দারুন সব APK গিফ্ট…আপনি পছন্দ করতে বাধ্য…গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই…টিউনের বিষয় বস্তু ভালো না লাগলে কথা দিচ্ছি টেকটিউনসে আর আসবোনা…।।।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন উপস্থাপন করছ। দীর্ঘ অনেকটা দিন পর টেকটিউন্স এ টিউন করতে বসলাম। আশাকরি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল কথায়।

টিউন শুরু করার আগে সর্ব প্রথম বলে নেই যে হারে এ্যান্ড্রোয়েড নিয়ে পোস্ট হয়েছে বা হচ্ছে..., তারপরও নতুন কিছু দেয়ার উদ্দেশ্যে আমার আজকের টিউন.....।।। সবসময় নতুন কিছু নিয়ে হাজির হতে পছন্দ করি আজ ঠিক তেমনই কিছু নিয়ে হাজির হলাম.....।।। তারপরেও হয়ত আমার এই পোস্টের অনেক কিছুর মিল থাকতে পারে। যদি সব কিছুরই মিল থেকে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী।

আজকের টিউনের মূল বিষয় বস্তু হচ্ছে এ্যান্ড্রোয়েড ফোন রুট করে আরো গতিশীল করেতোলা। আমি ধাপে ধাপে সব কিছু আপনাদের সবার কাছে উপস্থাপন করছি।

ক) রুট করা।

যে সফ্ট এর মাধ্যমে আজ আমরা ফোন রুট করবো তার নাম হচ্ছে Mobogenie। আমরা সবাই Mobogenie সম্পর্কে জানি তাই এটি নিয়ে তেমন কিছু বল্লাম না। তাহলে চলুন শুরু করি.....>>>

১। প্রথমে আপনার ফোনটি কম্পিউটারের সাথে USB Cable এর মাধ্যমে কানেক্ট করুন।

২। এখন আপনি আপনার ফোনের সেটিংস অপশানে যান।

৩। এখন Developer Option এ যান।

৪। তাপর USB Debugging অপশানটি চালু করুন।

ব্যাস আপনার ফোন এখন রুট করার যোগ্য হয়ে গেলো।

এখন Mobogenie সফ্টওয়্যারটির Toolkit অপশানটিতে যান এবং One Click Root এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন।

তাপর রুট করার জন্য Window আসলে Root Now এ ক্লিক করুন। অপেক্ষা করুন আপনার মোবাই সেটটি রুট হয়ে যাবে।

MediaFire Link: http://www.mediafire.com/download/0sxp7u0311u9rq0/Mobogenie3_2+By+Sumon+Gang.exe

খ) Booster Plus Battery Server Pro ব্যাবহার করে ফোনের গতি বৃদ্ধি করুন।

এরখন আপনাদের এমন একটি সফ্টওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো যার মাধ্যমে আপনি আপনার রুট করা ফোনের গতি বৃদ্ধি সহ আরো অনেক কিছু করতে পারবেন। এর কোন ফ্রি ভার্সন নেই যার Google Play মূল্য $6.88। এর দ্বারা যে সকল কাজ গুলি হয়।

১) Performance Booster: এর মাধ্যমে আপনার ফোনের গতি বৃদ্ধি পাবে।

২) Ram Booster: এর মাধ্যমে আপনার র‌্যাম এর গতি বৃদ্ধি পাবে।

৩) Internet Booster: এর মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেট গতি বৃদ্ধি পাবে।

৪) Digitizer Booster: এর মাধ্যমে আপনার ফোনের Graphics Quality বৃদ্ধি পাবে।

৫) Battery Saver: এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধিপাবে। মানে অকেজো প্রোগ্রাম বন্ধ করে চার্জ ধরে রাখবে দীর্ঘসময় পর্যন্ত।

সফ্টওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংক এ যান.....>>>

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.gejos.android.boosterplusbatterysaverpro&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/8ake0t9i5125ky5/BOOSTERS+PLUS+BATTERYSAVER+PRO+v3.5.4+By+Sumon+Gang.apk

গ) এবার চলুন দেখে নেই আপনাদের জন্য কী কী উপহার থাকছে।

১। Android Assistant Pro: এটি Pro Version যার Google Play মূল্য $1.03। এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানেন। এক কথায় বলা চলে আবর্জনা দূরি করণের কাজে ব্যাবহার করা হয়।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.androidassistant.paid&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/svjhcfvhcb1305z/Android+Assistant+Pro+By+Sumon+Gang.apk

২। App Lock: এটা নিয়েও বলার কিছু নেই। এক কথায় বলা চলে এ্যাপস লক করে রাখার কাজে ব্যাবহার করা হয়।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.domobile.applock&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/wswc3cqaqxor22g/App+Lock+By+Sumon+Gang.apk

৩। Bangla Calender: নাম শুনেই বুঝতে পারছেন। তারপরেও বলি আমি এটা ব্যাবহার করি এর নিজশ্ব গ্যাজেট আছে তাই। এক কথায় আমার কাছে মনে হয় ভালো।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.outscar.bd.bongcal&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/qkpd5w4a7d3dq69/BongCalendarBD+By+Sumon+Gang.apk

৪। Bangla Dictionary: নাম শুনেই বুঝতে পারছেন। এর দ্বারা English to Bangla এবং Bangla to English দুইটি ভাবেই সার্চ করা যায়।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.dictionary.bn&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/s1e6jyx8jf1cvr1/Bangla+Dictionary+Millennium+By+Sumon+Gang.apk

৫। Dolphin Browser: এটি অনেক সুন্দর এবং অনেক ফাস্ট একটি ব্রাউজার। এটি অনেক গুলি মুড এ ব্যাবহার করা যায়। এর ভেতর PC Mood, Mobile Mood and Night Mood  উল্লেখ্য যোগ্য।

Mobile Mood

PC Mood

Google Play: https://play.google.com/store/apps/details?id=mobi.mgeek.TunnyBrowser&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/8lxd47z2w8686wj/Dolphin+Browser+By+Sumon+Gang.apk

৬। DU Speed Booster: এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানেন। এক কথায় বলা চলে আবর্জনা দূরি করণের কাজে ব্যাবহার করা হয়।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.dianxinos.optimizer.duplay&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/ekst2y99gwo1oey/DU+Speed+Booster+By+Sumon+Gang.apk

৭। DU Battery Saver Pro: এটি Pro Version যার Google Play মূল্য $2.99। এটা নিয়ে বলার কিছুই নেই সবাই জানেন। এক কথায় বলা যায় এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধিপাবে। মানে অকেজো প্রোগ্রাম বন্ধ করে চার্জ ধরে রাখবে দীর্ঘসময় পর্যন্ত।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.dianxinos.dxbs.paid&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/o25vhotnd3p0d1s/DU-Battery-Saver-PRO-%26-Widget+By+Sumon+Gang.apk

৮। Speed Meter: এটি Pro Version যার Google Play মূল্য $2.50। এটি নিয়েও বলার কিছুই নেই।

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.internet.speed.meter&hl=en

MediaFire Link: http://www.mediafire.com/download/kpgpnj2v24s383m/Internet+Speed+Meter+Lite+Pro+By+Sumon+Gang.apk

৯। DTV India: এটি একটি অসাধারণ টিভি দেখার সফ্টওয়্যার। এর মাধ্যমে আপনি বিশ্বের সব টিভি চ্যানেল দেখতে পারবেন।

Official Server Link: http://www.dtvindia.in/download.html

MediaFire Link: http://www.mediafire.com/download/62h0ajtkem4ml0e/TV+India+By+Sumon+Gang.apk

আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তিতে হাজির হবো আরো ভালো কিছু নিয়ে। আমার সবগুলি টিউন দেখতে এখানে ক্লিক করুন। ফেবুকে আমি।

আপনাদের কাছে আমার এই টউনটি ভালো লাগলে নির্বাচিত টিউন হিসেবে মনোনয়ন করুণ। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ;

Level 2

আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sooooooooooo goooood post……..thanks

Level 2

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ…:)

এই ভাবে রুট করলে মোবাইলের ওয়ারেন্টি কি থাকবে নাকি চলে যাবে| পোস্টের জন্য ধন্যবাদ |

Level 2

এভাবে রুট করলে ওরেন্টি থাকবে…:)
আপনাকেও ধন্যবাদ…:)

আসলে খুব ভাল হয়েছে।

Mobigenie die root korle super user asena onek hand set ei.r super user na asle unroot korte jhamela pohate hobe.amar ek soto vai k bohudin age kore diesilam karon tar set kono vabe root kora jassilona.tar por thek se google play use korte parenai….tobu thanks

Level 2

tnx mulla vai…;)

Level 2

Perves vi jani na apni kivabe korsen…ame akhono porjonto amar mobile k 10-15 bar root kore unroot korsi…akhono porjonto 7-8 jon k root kore disi…+…ata somporke jane bujhe post korsi…daksi j kono jhamela hoina…tai post korsi…apni valovabe try koron…asa kori apni o jhamelay porben na…
thanks

root korle lab ke?

Level 2

সালাম ভাই এই টিউনটি দখুন…আশা করি বুঝতে পারবেন…ধন্যবাদ…:)
https://www.techtunes.io/android/tune-id/309709

ভাই আনরুট কেমন ভাবে করব?? আর উপরে যে বুস্টার এপ্স দিছেন ও গুলালার ডাউনলোড লিং কই পাব??

    Level 2

    যে ভাবে রুট করছেন ঠিক সেই ভাবে মুবুজিনিতে যান আনরুট অপশান পাবেন…আর প্রতিটা বিষয়ের নিচে নিচে ডাউনলোড লিংক দেয়া আছে…ধন্যবাদ;

Level 0

সুমন ভাই আপনার টিউন টা আসম্ভব সুন্দর হয়েছে, আপনার কাছে এইরকম টিউন সবসময় আশা করছি কিন্তু দুঃখের বিষয় এই যে Mobogenie Download link এখানে নাই। আপনাকে অনেক ধন্যবাদ।

    Level 2

    মোস্তফা ভাই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ…লিংক আপডেট করা হয়েছে…:)

Level 0

Speed Meter link কাজ করে না।

    Level 2

    আশাকরি এখন লিংক কাজ করছে…:)
    ধন্যবাদ মোস্তফা ভাই…:)

khub shundor tune valo laglo.

    Level 2

    অনেক ধন্যবাদ রায়হান ভাই…:)

ভাই আমার ডিভাইস সিম্পনি W68 আমি যদি এই ভাবে রুট করি তবে ফোন যে অবস্তাই আছে মানে যে এপ্স ইন্সটল দেওয়া আছে ও যত ডাটা ফোন বা এসডি কার্ডে আছে তার কোন ক্ষতী হবে কি? প্লিজ বলুন।

    Level 2

    কোন ক্ষতি হবেনা…নির্ভয়ে রুট করুন… আর হ্যাW68 যদি রিস্টোর দিয়ে কোন কিছু ইন্সটল করার আগে রুট করার পর যা খুসি ব্যবহার করেন তাহলে খুব ভালো পার্ফোমেন্স পাবেন…ধন্যবাদ;

      Level 2

      আর হ্যা বোস্টার প্লাস ব্যাটারি সার্ভার প্রো টা ব্যাবহার করবেন অবশ্যই…আর এটা ব্যাবহার করলে ব্যাটারি সার্ভার, স্পিড বোস্টার + এই জাতীয় কোন সফ্ট ব্যাবহার করা লাগবেনা…কারণ ঐ সকল সফ্টওয়্যার এর কাজ এটাই করে…শুধু সবগুলি অপশান এ্যাক্টিভ করে রাখবেন…সমস্যা হলে আমাকে ফেবুকে ক্নক করবেন…ধন্যবাদ;

আমি আমার Samsung Galaxy ACE 2 Android Version 2.3 থেকে 4.1.2 তে আপগ্রেড করলাম। এর র‍্যাম ৭৬৮ এমবি। কিন্তু এখন আপগ্রেড করার পর এটি খুবই স্লো। মেমোরি ক্লিনার দিয়ে ক্লিন করলেও ৮০ এমবি পর্যন্ত ক্লিন হয়। এখন কি করবো? একটা উপায় বলেন…

    Level 2

    আগে আপনার কাছে প্রশ্ন…আপগ্রেড কী আপনি করেছেন…:? নাকি কস্টোমার কেয়ারে নিয় গিয়ে আপগ্রেড করেছেন…:?

আপনাকেউ ধন্যবাদ। ফেসবুকে নক করেছি দয়া করে উত্তর দিলে কৃতজ্ঞ হব 🙂

    Level 2

    কবির ভাই ফেবুকে আপনার নামে আসা কোন ম্যাসেজ এখনও আমি পাইনি…অনুগ্রহ করে চেক করে দেখবেন…:)…ধন্যবাদ;

@ sumon vai: root korte ke kono data connection lagbe? ans korle khushi hobo. r apnar fb link ta diben plz.

Level 2

জী ভাই মুবুজিনী দি য়ে রুট করলে ডাটা কানেকশান লাগবে…:)
http://www.facebook.com/bdgang
ধন্যবাদ