আজকের পর্বে আমরা এন্ড্রয়েড অ্যাপ এ কিভাবে অ্যাড যোগ করব তা শিখব। প্রথমেই নতুন একটা প্রোজেক্ট নেন AdMob নামে। এখন আপনার SDK Manager এ দেখুন নিচের ছবির মতন Google AdMob Ads SDK ইন্সটল দেয়া আছে কিনা।
তারপর আপনার অ্যাড এর জন্য প্রয়োজনীয় library function গুলো enable করার জন্য কিছু প্রোজেক্ট আপনার ওয়ার্কস্পেস এ import করতে হবে। এই জন্য আপনাকে File>Import এবং অপশন গুলো থেকে Android> Existing Code Into Workspace এ ক্লিক করে নিচের লাইব্রেরি ফাইলগুলো আপনার ওয়ার্কস্পেস এ import করে নিন।
ডাউনলোড করুন এখান থেকে
এরপর library fuction enable করার জন্য প্রোজেক্ট এর সোর্স থেকে android অপশন থেকে library থেকে অ্যাড করে দিন google_play_services_lib ফাইল।নিচের ছবির মতন করে -
তারপর আমরা অ্যাড এর জন্য প্রয়োজন এরকম ক্লাস গুলো ব্যবহার করতে পারব।এরপর আমাদের যা করতে হবে তা হচ্ছে main xml ফাইল সেটআপ করা।এই জন্য নিচের কোডটুকু মেইন xml ফাইল এ দিয়ে দেয়।
<RelativeLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android" xmlns:tools="http://schemas.android.com/tools" xmlns:ads="http://schemas.android.com/apk/res-auto" android:layout_width="fill_parent" android:layout_height="fill_parent" > <TextView android:layout_width="wrap_content" android:layout_height="wrap_content" android:text="@string/hello_world" /> <com.google.android.gms.ads.AdView android:id="@+id/adView" android:layout_width="wrap_content" android:layout_height="wrap_content" ads:adSize="BANNER" ads:adUnitId="Id here" /> </RelativeLayout>
এখানে গুরুত্বপূর্ণ কোডটুকু হচ্ছে xmlns:ads="http://schemas.android.com/apk/res-auto"
এটা না থাকলে com.google.android.gms.ads.AdView এ এরর দেখাবে ।
এই ছিল আজকের এন্ড্রয়েড অ্যাপ এ Admob অ্যাড -2 পর্ব।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi
প্রত্যেক Activity তেই কি কোড বসাতে হবে?