কেমন আছেন সবাই । এই কয়দিন টিউন করি নাই । তাই আপনাদের খুব মিস করছি ।
আজকের এই টিপসটা খুব স্পেশাল তাদের জন্যে যারা ঠিক এই ধরনেরই একটা টিউন খুজচ্ছিলেন অনেক দিন ধরে । আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব কাজের একটা টিপস তা হল অ্যান্ড্র্য়েড Apps কম্পিউটার থেকে ডাউনলোড করার সবচেয়ে সহজ নিয়ম ।
আমরা অনেক সময় এমন চায় যে Apps টা ডাউনলোড হোক ঠিক কিন্তু ইন্সটল হবে না কারন আমাদের ফোন মেমরিতে জায়গা নেই। তাই আপনি এই System Follow করে আপনার পছন্দের Apps গুলো ডাউনলোড করে জমা রাখতে পারেন ।
তো দেখি কিভাবে এই কাজটা করব =====>
১. প্রথমে আপনি এই লিঙ্কে যান ।
২. তারপর আপনার পছন্দের Apps টিতে ক্লিক করুন। যেমন আমি Facebook Apps টি নিব । তাই ফেসবুক Apps টিতে ক্লিক করলাম।
৩. এখন আপনি Address Bar থেকে লিঙ্কটি কপি করে নিন ।
৪. তারপর আপনি এই লিঙ্কে যান ।
৫. এখানে আপনি একটা বক্স দেখতে পাবেন আর সেখানেই আপনি ঐ কপি করা লিঙ্কটা পেস্ট করুন ।
৬. তারপর Generate Download Link এ ক্লিক করুন ।
৭. এখন একটু অপেক্ষা করুন তারপর আপনি আপনি আপনার Apps এর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ।
৮. আর ডাউনলোড করতে Click Here To Download এ ক্লিক করুন আর সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে ।
তাহলে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী টিউনে ।
আমার একটি ছোট ব্লগ আছে । যদি আপনার এতটুকু সময় হয় তাহলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন ।
আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে ফেসবুকে থাকুন।
আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I think everything is possible if you want.
eta niye onekbar tune hoyeche ……………… notun kichu deber chasta korun …