আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমন ১টি Apps যা আপনার Android ফোনে না থাকলে নয়! এই Apps টির নাম হল DUA “”দুআ”, আমরা প্রতিদিন বিভিন্ন কাজ কর্ম করি, আর এই কাজ কর্ম ইবাদত শামিল হয়, তাহলে কেমন হয়! মহান আল্লাহর কাছে আমরা দুআ করি, অনেকে আছে দোয়া জানে না, অনেকে আছে শরমে বড়দের বা হুজুদের কাছে বলতে চায় না যে আমি এই দুয়া জানি না,তাই আজ আমি এমন ১টি Apps আপনাদের উপহার দিব যার মধ্যে আপনি প্রতিদিন এর দোয়া পাবেন, আসুন আমরা মুসলমান হিসাবে এই Apps ডাউনলোড করে প্রতিদিন এর কাজ কর্মকে দোয়ার মধ্যে শামিল করি। আর সবচেয়ে Apps এর মধ্যে ভাল লেগেছে, আরবী এর পাশাপাশি বাংলাতে দোয়া লেখা আছে আর যারা পড়তে পারেন না তাদের জন্য অডিও আকারে দেওয়া আছে, যা পড়ে আপনি দোয়াগুলো শিখতে পারেন। কিন্তু মজার ব্যাপার আরো হল অডিও শুনতে কোন নেট কালেকশান লাগবে না।
তাই আর দেরি না করে এই Apps Download করে নিন। আর গিফট হিসাবে সবাইকে Apps টি দিতে পারেন।
১।
২।
বিঃদ্রঃ এই Apps টির মধ্যে কিছু অপশন রাখা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার পছন্দের মত লেখার সাইজ, আরবী ফন্ট ইত্যাদি আপনার পছন্দের মত চয়েজ করতে পারবেন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য