এবার অ্যান্ড্রয়েড অ্যাপ্স (আইকন প্যাক/ওয়ালপেপার অ্যাপ্স) থেকে আপনার পছন্দের ওয়ালপেপার গুলো আলাদা করে নিন ।

আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে সাজিয়ে তোলার জন্য অনেক রকমের আইকন প্যাক এবং ওয়ালপেপার অ্যাপ্স ব্যবহার করে থাকি । এইসব আইকন প্যাক এবং ওয়ালপেপার অ্যাপ্সগুলোতে অনেক সুন্দর ওয়ালপেপার থাকে । কিন্তু সমস্যা হল , এইসব ওয়ালপেপারগুলো আপনি গ্যালারিতে দেখতে পাবেন না , আপনি ঐসব ওয়ালপেপারগুলো একটার বেশি ব্যবহার করতে পারবেন না , এবং কারো সাথে শেয়ারও করতে পারবেন না । তাই আজ আপনাদের দেখাব কিভাবে ওসব আইকন প্যাক এবং ওয়ালপেপার অ্যাপ্স থেকে ওয়ালপেপারগুলো আলাদা করে বের করে নিবেন । এইজন্য প্রথমে দরকার 7-Zip সফটওয়্যারটি । আপনার পিসিতে এটি ডাউনলোড করে নিন এখান থেকে । এবার সফটওয়্যারটি ইন্সটল করে নিন । এবার যে অ্যাপ্স থেকে আপনি ওয়ালপেপার নিতে চান ওই .apk ফাইলটি আপনার পিসিতে 7-Zip দিয়ে ওপেন করুন । দেখবেন ওই .apk এর ভিতর অনেক ফোল্ডার এবং ফাইল দেখাচ্ছে । এগুলো একটি নির্দিষ্ট ফোল্ডার এ Extract করুন । এবার যে ফোল্ডার এ Extract করেছেন ওই ফোল্ডার এ ঢুকুন । দেখবেন res নামে একটা ফোল্ডার আছে । ওই ফোল্ডার এ ঢুকে drawable-nodpi অথবা drawable নামের ফোল্ডার গুলোতে ঢুকলেই পেয়ে যাবেন আপনার কাঙ্কিত ওয়ালপেপার গুলো । ধন্যবাদ ।


পরবর্তী টিউনে আপনাদের দেখাবো কিভাবে প্লে স্টোর হ্যাক করে  in-app purchases অ্যাপ্স/গেমস গুলোর কয়েন , মানি ইত্যাদি ফ্রিতে ক্রয় করবেন । ইন শাহ আল্লাহ্‌

Level New

আমি গাজী রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস