Android মজা [পর্ব-৬৪] :: Zip ফাইল Unzip করুন দারুন এক Apps দিয়ে আর সাথে নিয়ে নিন Ekushey Dictionary (কাজের Apps)

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমার যত গুলো Android এর মজার পর্ব হয়েছে সবগুলোর মধ্যে Apps দেওয়া আছে আর তা Zip করা অনেকে টিউমেন্ট করে জানতে চেয়েছে কিভাবে Zip ফাইল Unzip করতে হয়, চিন্তা করলাম এই নিয়ে ১টি টিউন করলে তো হয়। আর পেয়ে গেলাম ছোট ১টি Apps ছোট কিন্তু কাজের আর এটা না হলে তো আপনি Zip ফাইল Unzip করতে পারবেন না। আর Wnrar সম্পর্কে আপনাদের বিস্তারিত বলা লাগবে বলে মনে হচ্ছে না আর আমরা যারা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি তাদের সকলেরই প্রয়োজন পড়ে Wnrar, বড় বড় গেইম বা বড় File গুলি আমরা সাধারনত Zip অবস্তায় নেট থেকে ডাউনলোড করি আর এই ফাইল গুলোকে এক্সট্রাক্ট করতে উইনরারের বিকল্প কিছু নাই. তাহলে আর দেরি কেন এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন .আর নিচের মত কাজ করুন।


2.

*** Ekushey Dictionary : ইংরেজী থেকে বাংলা শব্দ খুঁজতে দারুন এক Apps! আশা করি আপনাদের ভাল লাগবে। ডাউনলোড


ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হোছাইন আহম্মদ ভাই ডাউনলোড লিন্ক কাজ করে না।”This website/URL has been blocked until further notice either pursuant to Court orders or on the Directions issued by the Department of Telecommunications” এই মেসেজ দেখায়।

    @শিবলী নোমান: এই এই মাত্র আপনার কথা অনুযায়ী আবার ফাইল ডাউনলোড করে দেখলাম কাজ করে আর আপনার যদি এখানে uppit.com আইডি না থাকে তাহলে ১টি খুলে দেখুন কাজ হবে ইনশাল্লাহ আর আমি না দেখে তো লিংক দিয় না। @ ধন্যবাদ