আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ কয়েকটি Apps পেলাম কাজ করে দেখি মজার তাই আপনাদের জন্য শেয়ার করা, আজকের Apps টি হল Voice Lock!
আমরা অনেকে অনেক ধরনের লক ব্যবহার করি নিরাপত্তা এর জন্য, বেশির ভাগই Patten Lock ব্যবহার করি, আজ আমি ব্যতিক্রম ১টি ভয়েস লক নিয়ে আসলাম, আপনার মুখের কথা দিয়ে আপনার প্রিয় Android ফোনটি Lock করে রাখতে পারবেন। এতে অন্য জন আর মোবাইলটি আনলক করতে পারবেনা, শুধুমাত্র আপনার নিদিষ্ট কথাটি বললেই ফোন ওপেন হবে, না হলে কিন্তু হবেন হবে না! তাহলে আর দেরি কেন মজার Apps টি এখান থেকে ডাউনলোড করে নিন, বাকি কাজ টুকু আপনি নিজেই বুঝবেন আর না বুঝলেই ব্যবহার না করাই ভাল!
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ok, dwnlod korchi