Android মজা [পর্ব-৬০] :: মুখের শিসে উঠে যাবে ছবি (চমকে যাবে সবাই)

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেক দিন হচ্ছে টিউন + Android এর মজার টিউন হচ্ছে না করব করব বলে আর হয়ে উঠে না, অনেক Apps আছে যা বলার বাইরে ইনশাআল্লাহ আমি বলেছিলাম Android এর মজার ১০০ তম টিউন করব , তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অন্যতম Apps! এই Apps দিয়ে আপনি মুখের সিশ দিয়ে photo তুলে চমকে দিতে পারবেন সবাইকে, আমি তো কয়েকজন কে চমকে দিলাম 😆 😀 :mrgreen: আপনি ও আপনার বন্ধুকে চমকে দিতে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

কাজের ধারাঃ প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর চালু করুন এবার মুখের শিস দিন দেখুন কি হয়।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন ধরে এরকম কিছু চাচ্ছিলাম। ধন্যবাদ ভাই। আমার ফ্রন্ট ক্যামেরা ভালো মানের না, পিছনের ক্যামেরা মোটামুটি ভালো। এই শিষ ক্যামেরা দিয়ে সেলফি ভালো উঠবে। আবারো ধন্যবাদ ভাই

    @ব্লগার মারুফ: খারাপ না ভালই ছবি উঠে আমি নিজেই ট্রাই করে দিলাম@ ধন্যবাদ

খুব ভাল লাগল ধন্যবাদ।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন থেকে আপনার টিউনগুলো পড়ি বিশেষ করে ফটোশপ এর।