যারা প্রোজেক্ট এর পর্বগুলো পড়েছেন কিন্ত এখনো অ্যাপটি তৈরি করতে পারছেন না বা পারেননি তাদের জন্য। এই প্রোজেক্টটি মূলত আমি চেয়েছিলাম যে এটি বিভিন্ন Quotation বা বানী সম্বলিত হবে। কিন্ত এতে আপনারা যেকোনো কিছুই যোগ করতে পারেন। পরিক্ষা ও ক্লাস এর কারনে এখনো আমার Google Play এর account সংগ্রহ হয়নি তাই নিচে এর একটি নমুনা দেয়া হল।
যে অ্যাপটি তৈরি করা হয়েছে, আপনারা ইচ্ছা করলে তার একটি নমুনা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
যারা অ্যাপটি তৈরি করতে পারছেন না বা কোড করতে গিয়ে এরর আসছে তারা এখান থেকে ডাউনলোড করে তা ব্যবহার বা প্র্যাকটিস করতে পারেন। এবং এখানে নিজের ইচ্ছামত গ্রাফিক্স চেঞ্জ করেও ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi