এবার আপনি আপনার দেয়া পছন্দের নাম্বার থেকে কাওকে কল করে তাকে চমকে দিন… আনলিমিটেড…

এবার আপনি আপনার দেয়া পছন্দের নাম্বার থেকে কাওকে কল করে তাকে চমকে দিন।

আসসালামু আলাইকুম। এটা আমার ৩য় পোস্ট। আজ আপনাদের সাথে এমন একটি এন্ড্রয়েড Apps শেয়ার করবো যেটি দিয়ে আপনি আপনার ইচ্ছামত নাম্বার সিলেক্ট করে যে কাওকে কল দিয়ে কথা বলতে পারবেন। এমনকি যাকে কল দিচ্ছেন তার নাম্বার ও সিলেক্ট করতে পারবেন।

তবে একটা অনুরোদ ... দয়াকরে কেও Apps টি খারাপ কাজে ব্যবহার করবেন না... যদি কেও সেটা করেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন

তবে শুরু করা যাক

প্রথমে আপনাকে Spoof Voice নামে Apps টি ডাওনলোড করতে হবে...

তারপর Apps টি ওপেন করুন...

তারপর নিচের চিত্রের মত করে আপনার মোবাইল নাম্বার দিয়ে Continue তে ক্লিক করুন...

রেজিঃ হয়ে গেলে নিচের চিত্রের মত একটি পেইজ আসবে...... সেখানে Number you want to call এর জায়গায় আপনি যাকে কল করতে চাচ্ছেন তার নাম্বার দিন ও Caller id to Display এর জায়গায় যাকে কল করতেছেন তার কাছে গিয়ে কোন নাম্বারটি Show করবে সেটি দিন...

এখন Start calling এ ক্লিক করুন...

ব্যস কাজ শেষ ... এখন কথা বলুন...

একটা নাম্বার থেকে রেজিঃ করলে আপনাকে 2 Credits দেয়া হবে... 2 Credits দিয়ে আপনি ২জনকে কল দিতে পারবেন...

2 Credits শেষে আপনার কোনো চিন্তা নাই...... এবার নিচের দেয়া চিত্র অনুযায়ী সেটিং এ যান...

Application Manager থেকে Spoof Voice এ যান...

Spoof Voice এ গিয়ে Clear Data তে ক্লিক করুন... এখন আবার আগের মত নতুন আরেকটা নাম্বার দিয়ে রেজিঃ করুন আর উপভোগ করুন ও সবাইকে চমকে দিন...

কোনো সমস্যায় আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন... http://www.facebook.com/sk.shafiq96

আজ এই পর্যন্ত ই... আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে... সবাই আমার জন্য দোয়া করবেন... খোদা হাফেজ...

Level 0

আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাটা ক্লিয়ার করার পরকি আবার নিজের নাম্বার দিয়ে রেজিঃ করা যাবে? এটা চালাতে কি ইন্টারনেট লাগবে? কল করলে কি আমার ব্যালেন্স থেকে টাকা কাটবে? এই প্রশ্নগুলার উত্তর দিলে ভাল হত।

ডাটা ক্লিয়ার করার পর প্রথমে যে নাম্বার দিয়ে রেজিঃ করছিলেন ঐটা বাদে অন্য নাম্বার দিন… হ্যা এটা চালাতে ইন্টারনেট লাগবে… না আপনার ব্যালেন্স থেকে টাকা কাটবে না… Thanks

Level New

Data clear korlam kintu 0 credit dekhay.

Level 0

জিরো ক্রেডিট

ekdin pore abar try koron… oder system e upgreading cholteche… tai problem hocche…

0 ক্রেডিট

0 ক্রেডিট

এই সব মিথ্যা টিউন না করা ভালো। ক্রেডিট ছাড়া হয় না।

Level 0

ধুর মিয়া ০ ক্রেডিট।

Bro kaj koi na Zero Credit….