শারদ শুভেচ্ছা সবাইকে, ছোট্ট কিন্তু কাজের টিউন টি আজ আপনাদের জন্য। সংগ্রহে রাখার মত।
সাধের Android Mobile টা নিয়ে কি ঝামেলায় না পড়ি মাঝে মাঝে। ঘটাং করে Hang হয়ে গেল। কিন্তু এর জন্য তো আর Mobile টা দায়ী নয়। প্রধান সমস্যা কম RAM। মাত্র ১.৩৩ MB Size এর একটি Apps Install করে ১ মিনিটেই যাবতীয় বর্জ্য পরিষ্কার করুন, অন্যমাত্রা পায় কি না আপনার Mobile টা-দেখুন। যদি Apps টা ভাল লাগে, তবে আপনাদের সাথে Share করতে পেরেছি জেনে আমার ভালো লাগবে।
এটি আপনার ফোনের Unused Hidden Storage, RAM, Internal Cache, SD Card এর External Cache পরিষ্কার করবে এবং আপনার ফোনের গতি অনেক বাড়াবে। আমার পরীক্ষিত।
Google Play থেকে এর বিস্তারিত দেখুন আর মূল্য দেখুন-মাত্র 1.04 ডলার, অথচ এখানে একদম Free-শুধু আপনার জন্য।
ভাল থাকবেন, দোয়া রাখবেন।
আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you.