যে পেইড অ্যাপগুলো আপনার অ্যান্ড্রয়েডে না রাখলেই নয় (ফ্রি ডাউনলোড লিংক)

অ্যান্ড্রয়েডের জন্য কিছু প্রয়োজনীয় পেইড অ্যাপ (পর্ব-১)

 

ভিডিও প্লেয়ার:

অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার করবেন। HD,full HD, 4k ভিডিও তো প্লে করতেই হবে। তবে অ্যান্ড্রয়েড ডিফাল্ট প্লেয়ারে অনেক ফরমেট সাপোর্ট নাও করতে পারে।আবার মুভি দেখার ক্ষেত্রে সাবটাইটেল সাপোর্টএরও একটা ব্যাপার তো আছেই।

এই কাজটির জন্য ব্যবহার করা যেতে পারে অ্যান্ড্রয়েড প্রেমী দের জন্য জনপ্রীয় ভিডিও প্লেয়ার “MX Player Pro”।

MX Player এর সাথে আমরা অনেকেই পরিচিত থাকলেও এর Pro ভার্সনটির সাথে সকলে পরিচিত নই। লিংকে MX Player Pro এর সর্বশেষ ভার্সনের ফ্রি ডাউনলোড লিংক দেয়া হলো।

গুগোল প্লে-ষ্টোরে এর মূল্য: $5.88

:ফ্রি ডাউনলোড লিংক:


 

অডিও প্লেয়ার::

গান শুনতে আমরা কে না ভালোবাসি।গানের মাধুর্যতা আরো বাড়িয়েদেয় ফ্রেন্ডলী ইকুলাইজেশন সিষ্টেম। বাজারে অনেক প্লেয়ার পাওয়া গেলোও সকল শুবিধার কথা বিবেচনা করে (PowerAmpFull version)কে বেষ্ট প্লেয়ার মনে হয়েছে। তাই প্লেষ্টোরের পেইড তালিকায় এর অবস্থান ২য় তে।

গুগোল প্লে-ষ্টোরে এর মূল্য: $1.99

:ফ্রি ডাউনলোড লিংক:

১.প্লেয়ার

২.আনলকার


 

ফটো এডিট অ্যাপ:

স্মার্টফোন ব্যবহার করেন অথচ ছবি তুলেন না এমন কাউকে খুজে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে ছবির সৌন্দর্য বৃদ্ধি করতে এবং কিছু কারেকশন করতে ফটোএডিট সফটওয়ার এর প্রয়োজন হয়। যাদের কম্পিউটার/ ল্যাপটপ আছে তারা ফটোশপ ব্যবহার করেন। আপনার মোবাইলটির জন্যও Adobe Photoshop এর Touch (full) ভার্সন। ছবি তুলে তা ফেসবুক,ইন্সটাগ্রাম,ফ্লিকারে সেয়ার করার আগে ফটোসপ বা (ছবির দোকানে) অবশ্যই একটু ছোয়া দিয়ে নিবেন।

গুগোল প্লে-ষ্টোরে এর মূল্য: $9.99

ফ্রি ডাউনলোড লিংক:

 


 

ছবি আঁকাআকি:

ছোটবেলয় অনেক ছবি আকাতাম। ড্রয়িংএ সর্বোদাই হাইস্ট নাম্বার পেতাম। তবে এখন বড় হয়েগেছি।

চাকরী, আড্ডা, মুভি.... ইত্যাদির ভীরে আর ছবি আকানো হয়ে ওঠেনা না। কোন চিন্তা নেই এখন আপনার মোবাইলফোনটি হয়ে উঠবে আপনার ক্যানভাস। বিশ্ব বিক্ষাত 3D সফ্টওয়ার নির্মাতা কম্পানী Autodesk এর SketchBook Pro।

গুগোল প্লে-ষ্টোরে এর মূল্য: $4.99

ফ্রি ডাউনলোড লিংক:

 


 

ভিডিও এডিট:

সখের দাম ৬০,০০০ টাকা।J আনেক সখ করে হয়তো Galaxy S5/nexus/Xparia Z/HTC one অথবা ভালো ক্যামেরা সংবলীত দেশীয় ব্রান্ডের কোন একটি অ্যান্ড্রয়েড ডিভাইস কিনেছেন।মজা করে বন্ধুর বিয়ে/ পিকনি এর ছবি ও ভিডিও করেছেন। এখন চিন্তার বিষয় এই ভিডিও গুলো সুন্দর করে পরিবেশন করতে কি করবেন।AndroVid Pro অসাধারণ ভিডিও এডিটিং সফ্টওয়ার।

গুগোল প্লে-ষ্টোরে এর মূল্য: $2.82

ফ্রি ডাউনলোড লিংক:


 

অফিস ফাইল এডিট:

MS Word document, PowerPoint slide , Excel workbook, PDF পড়তে বেশ কিছু অ্যাপ পাওয়া গেলেও। নতুন ফাইল তৈরি ও এডিট করার সুবিধা অল্পসংখক অ্যাপই দিয়ে থাকে। এই কাজের জন্য ব্যবহার করা যেতে পারে office.pro7(registered)।

গুগোল প্লে-ষ্টোরে এর মূল্য: $14.99

ফ্রি ডাউনলোড লিংক:

(সবগুলো অ্যাপ সর্বশেষভার্সন দেয়া হয়েছে তাই অ্যান্ড্রয়েড সর্বশেষ ভার্সন কিটক্যাট হলেও অ্যাপ গুলো সাপোর্ট করবে।কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই আগামী টিউনে আবার দেখা হবে।)

ফেসবুকে আমাদের অ্যান্ড্রয়েড বিষয়ক ফ্যানপেজে যোগদিতে পারেন।

অ্যান্ড্রয়েড অ্যাপ, রিভিউ ও টিপ্স নিয়ে আমাদের ব্লগ।

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good Post.Thanks.

Office Suite Pro 7 is not installing on w68. What is the solution?

Level 0

vai PowerAmp er ki eta letest version

mx player installa hoy na mobile

VAI SOBGULAI KI LATEST VERSION??