ব্লুটুথ ছাড়াই Android to Android যে কোন বড় সাইজ ফাইল ট্রান্সফার কর‍ুন অত্যন্ত দ্রুত সময়ে ব্লুটুখের চাইতেও আগে ।

আসসালামুআলাইকেুম, কেমন আছেন সবাই?

টেটিতে পূর্বে এ নিয়ে কোন টিউন হয়নি সম্ভবত, তাই আজ অনেকদিন পর এ নিয়ে টিউন করতে বসলাম। পূর্বে  যদি এ নিয়ে টিউন হয় তাহলে ভাল আর না হলে আর না হলে আরও ভাল ।

তো যাক এবার আসল কথায় আসি  আমার মোবাইিটের ব্লুটুথ নষ্ট তাই বলে কি আমি ফাইল শেয়ার করতে পারব না!! অবশ্যই পারব কারণ বিকল্প এবং এর চাইতেও ভাল পদ্ধতিতো আমার জানা। সুতরা্ং ১ গিগা ২ গিগা কিংবা এর চেয়েও বড় ফাইল ব্রুটুথ দিয়ে ট্রান্সফার করতে গেলে আপনার অনেক সময়  নষ্ট হতে পারে। তাই কি দরকার ব্রুটুথ দিয়ে ফাইল শেয়ার করে সময় নষ্ট করার। কারণ সময় মিনিমাইজ করে অত্যন্ত দ্রুত সময়ে ফাইল ট্রান্সফার করার বিকল্প এবং ব্লুটুখের চাইতেও  ভাল কোন পদ্ধতি যদি আপনার জানা থাকে। আর সময় নষ্ট না করে নিচের গুগল প্লে-স্টোর লিঙ্ক থেকে নামিয়ে ফেলুন সফটওয়্যারটি--

সফটওয়্যারটির নাম  Shareit

https://play.google.com/store/apps/details?id=com.lenovo.anyshare.gps&hl=en

এটি কাজ করে আপনার মোবাইলের ওয়াইফাই অটো এনাবল হয়ে তবে এর জন্য কোন রাউটার লাগবে না। দুটি মোবাইলেই সফটি এনাবল থাকতে হবে।

 

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কি এতদিনে জানলেন?

    আপনি আগে থেকে জানলে আমাদের টিউন করে আগে জানাতেন।

      @Zia Uddin Ahmed:আপনি নিজেই টিটি তে সার্চ করে দেখেন না অনেক বার এই নিয়ে টিউন করা হইসে

      wake up bro !!!!!

@IHK bro আমি Sharit সফটি দিয়েছি কিন্তু টেকিতে আমি যে সফটি পেয়েছি সেটার লিঙ্ক দিলাম, ধন্যবাদ
https://www.techtunes.io/android-apps/tune-id/200452

আমি খুবই দুঃখিত এবং লজ্জিত । আমার এভাবে বলা ঠিক হয়নি।

ধন্যবাদ