সবাইকে সালাম।আশা করি সুস্থ আছেন। আমরা কোন সময় অসুস্থ হলে বা কেউ হলে, প্রেশারের রুগির হার্ট রেট বা পালস মাপি।হাতের কব্জির নিচে আংগুল দিয়ে চেপে ধরে কয়বার পালস হয় ১ মিনিটে তা মাপি। পালস মাপার অনেক যন্ত্র মার্কেটে পাওয়া যায় কিন্তু যদি আপ্নের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এটা দিয়েই মাপতে পারবেন
এ জন্য এই সফটওয়্যার টি ডাওনলড করে মোবাইল এ ইন্সটল করেন। মোবাইল এ flash light থাকতে হবে,আর এখন কার মোবাইল এটা থাকেই।
কিভাবে করবেন? নিচের চিত্র দেখুন।
ক্যামেরা lens এর উপর আংগুল রেখে start button এ ক্লিক দিলে flash light জলবে, তখন একটু গরম লাগবে, ভয়ের কিছু নাই,আবার start e ক্লিক দিলে flash light off হয়ে যাবে।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bhai etar ki kono symbian version ase. Thakle share koren. My model is nokia 6120c.