সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। কেমন কাটল সকলের ঈদ? 🙂 জানাতে ভুলবেন না!
যাই হোক, আজকে আমি আবার ফিরে এসেছি আমার অ্যান্ড্রয়েড বিশ্ব সিরিজ নিয়ে। আজ আর কোন অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট অথবা অ্যাপ এর রিভিউ দেবো না। আজ আমি আপনাদের দিচ্ছি এমন কিছু বইয়ের ঠিকানা যার মাধ্যমে আপনি নিজেই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারবেন! তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক এই বইগুলো সম্পর্কে।
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই রয়েছে। তবে এতসব বইয়ের ভিড়ে সেরা বইগুলো খুঁজে পাওয়া কষ্টকর। যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সেরা ৫ বই নিয়ে এই প্রতিবেদন। বিভিন্ন সূত্র থেকে এই বইগুলো নির্বাচন করা হয়েছে।
হ্যালো, অ্যান্ড্রয়েড
যারা তাদের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাদের জন্য এড বার্নেটের লেখা ‘হ্যালো, অ্যান্ড্রয়েড’ বইটি সবচেয়ে বেশি তথ্যবহুল একটি বই। এতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের বেসিক থেকে শুধু করে এই মোবাইল প্লাটফর্মের অ্যাডভান্স ফিচারগুলোও তৈরি করার গাইডলাইন দেওয়া হয়েছে। যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চান তাদের এই বইটি অবশ্যই দেখা প্রয়োজন।
স্যামস টিচ ইউরসেলফ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন ২৪ আওয়ারস
২৪টি অধ্যায়ের মাধ্যমে বইটি সাজানো হয়েছে। আর এর প্রত্যেকটি অধ্যায় এক ঘন্টার মধ্যে অনুশীলন করতে পারবেন পাঠকরা। এটিও বেশ জনপ্রিয় একটি বই। এখানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কমন টাস্ক, ডিজাইন, ডেভেলপ, টেস্ট ও সর্বোপরি অ্যান্ড্রয়েড মার্কেটে অ্যাপটি প্রকাশ করার বিষয়গুলো যুক্ত করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে পাঠক ঐ বিষয়টা কতোটা শিখতে পেরেছেন তার জন্য কুইজ ও অনুশীলনের ব্যবস্থা রয়েছে।
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অল-ইন-ওয়ান ফর ডামিস
বইটির নাম দেখেই বোঝা যাচ্ছে এটি একেবারে নতুনদের জন্য। ডন ফেলকারের লেখা এই বইটি অ্যান্ড্রয়েডের কোডিং থেকে শুরু করা হয়েছে। কিভাবে অ্যান্ড্রয়েড এসডিকে ডাউনলোড করতে হয়, একলিপস নিয়ে কাজ করতে হয়, সর্বোপরি কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ফাংশন নিয়ে কাজ করা যায় তা জানা যাবে। একেবারেই বেসিক থেকে শুরু করা এই বইয়ে ডেভেলপারের অ্যাপের দাম কেমন হতে পারে এবং সেটি কিভাবে অ্যান্ড্রয়েড মার্কেটে সাবমিট করা যায় সেটি জানানো হয়েছে। এছাড়া বইটিতে ক্লাসেস, স্ক্রিন, ডেটাবেইজ, ডিবাগিং ও হোম স্ক্রিন উইজেট তৈরি করার বিষয়গুলোও যুক্ত করা হয়েছে।
বিগিনিং অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডেভেলপমেন্ট
অ্যান্ড্রয়েড ট্যাবলেট প্রোগ্রামিংয়ের শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার বিষয়গুলো যুক্ত হয়েছে এই বইটিতে। অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব থেকে শুরু করে সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেট অ্যাপস তৈরির জন্য বইটি বেশ কার্যকরী। বইটিতে কিভাবে ২ডি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হয়, ৩ডি টাচস্ক্রিন ইন্টারফেস, লোকেশন বেইজড অ্যপ তৈরি, ২ডি ও ৩ডি গেইম তৈরি ইত্যাদি সম্পর্কে পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে।
দ্য বিজি কোডারস গাইড টু অ্যাডভান্স অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট
যারা প্রফেশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চান তাদের জন্যই বইটি লেখা হয়েছে। এতে অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স ফিচার যেমন সেন্সর, প্লেব্যাক মিডিয়া, ক্যামেরার মাধ্যমে ছবি তোলা, হোম স্ক্রিন উইজেট তৈরি করাসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া রয়েছে অ্যান্ড্রয়েড ক্যাপাবিলিটিস, এপিআই, ইউজার ইন্টারফেইস তৈরি, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ফিচার সম্পর্কে নানা তথ্য। ডিভাইস সার্চ ইঞ্জিন, ইনস্টল করা নানা অ্যাপ থেকে কিভাবে তথ্য নিয়ে ব্যবহার করা যাবে সেটিও জানা যাবে এই বইটি থেকে।
বিঃদ্রঃ এই বইগুলো টাকা দিয়ে কিনতে হয়। আমি কিছু কিছু বইয়ের ডাউনলোড লিংক গুগলে পেয়েছি। কেউ যদি ডাউনলোড লিংক খুজে না পান তাহলে টিউমেন্টে জানান। ধন্যবাদ
আমার ফেসবুক আইডিঃ এখানে ক্লিক করুন {আমি একজন আর্টিকেল রাইটার। কেউ আমাকে হায়ার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ}
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। 🙂
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জ্ন্য । যদি বাংলায় শেখা যেত তাহলে একটু ভালো হতো ।ম39