আমরা কম-বেশী সবাই আকাশ দেখতে পছন্দ করি। পছন্দ করি রাতের আকাশের অজস্র উজ্জ্বল তারা দেখতে কিন্তু কখনও কি জানতে ইচ্ছে হয়েছে পৃথিবী থেকে প্রায় ১৩ আলোক বর্ষ দূরে থাকা তারার পরিচিত হতে। তারাদের নাম, পরিচয় সব কিছু জানতে? কখনও কি মন চেয়েছে আগের যুগের মানুষরা যেমন তারা দেখে পথ চলত, তেমনটা করে তারাকে চিনতে।
ইচ্ছে গুলি যদি থাকে তাহলে, তথ্যপ্রযুক্তির যুগে সেই শেখটা মেটানো মোটেও খুব কঠিন কিছু নয়। বরং আমারা চাইলেই হাতের মুঠোর মোবাইলটি দিয়েই ইন্টারনেটে শিখে নিতে পারি।
কিন্তু এতে নির্দিষ্ট একটি তারা দেখে তারাটার নাম জানা কি সম্ভব?
গুগোল এর আশীর্বাদে এটাও এখন সম্ভব নয়। অ্যান্ড্রয়েড ফোনে স্কাই ম্যাপ(Sky Map) অ্যাপ ডাউনলোড করে নিয়েই যে কোন তারার পরিচয় জানতে পারা যাবে। আর চাইলে তারার রাজ্যে ঘুরেও বেড়ান যাবে এই অ্যাপটি দিয়ে।
অ্যাপটি এখান থেকে ফ্রি ডাউনলোড করুন।
একবার এ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে জিপিএস অন করে অ্যাপটি চালু করুন। এই এ্যাপটি জিপিএস এবং কম্পাস সেন্সরের সাহায্যে খুব সহজেই বুঝতে পারে আপনার মোবাইল কোন দিকে তাক করা আছে, আর সেই দিকে থাকা সকল তারার খবর আপনাকে জানিয়ে দিবে মুহূর্তেই।
এই অ্যাপ দ্বারা নির্দিষ্ট তারা/গ্রহ খুঁজে বের করা যাবে। ধরুন অ্যাপটিতে (Mars) লিখে সার্চ দেয়া হলো।তখন মোবাইলের স্ক্রিনে একটি গোল লাল দাগ আসবে, এবং দেখাবে মোবাইলটি কোন দিকে ঘুরাতে হবে। সেই দিকে ঘুরাতে ঘুরাতে যখন সঠিক দিকে পয়েন্ট করবে, তখনই সংকেত পাওয়া যাবে খোজা ঐ গ্রহ বা তারাটি কোন দিকে আছে।
তো আর দেরী ক্যানো আপনার অ্যান্ড্রয়েড ট্যাব বা মোবাইলটি বের করে এখুনি পরিচিত হওন হাজারো তারকা মণ্ডলী ও গ্রহদের সাথে।
পূর্বে প্রকাশিত এখানে
অ্যান্ড্রয়েড বিষয়ক আমাদের ফেসবুক ফ্যানপেজ
আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...