যারা এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন বা অদূর ভবিষ্যতে করবেন তাদের জন্য ব্যাপার টি খুবই গুরুত্বপূর্ণ
ছবিটিতে লক্ষ্য করুন এখানে ব্যাটারী ইনফো তে ১০০% চার্জ এ ভোল্টেজ ৪২০৬ mv শো করছে যার মানে ব্যাটারী এর হেলথ যথেষ্ট ভালো; মনে রাখবেন চার্জ যদি ১৫-২০% এর মধ্যেও নেমে আসে তবেও সাধারণভাবে ব্যাটারী ভোল্টেজ ৩৬০০ mv কিংবা তার আশেপাশে শো করবে । আবার যদি কোনো ফোনে ১০০% চার্জে ব্যাটারী ভোল্টেজ ২৫০০ কিংবা তার চেয়ে কিছুটা বেশি দেখতে পান তবে বুঝতে হবে ব্যাটারীর কন্ডিশন মোটেও ভালো না । মূলত এটাই হলো সব থেকে সহজ উপায় কোনো সেট ব্যবহার না করেও সে সেটের ব্যাটারীর কন্ডিশন জানার । এখানে আমার w65i ফোনটি থেকে স্ক্রীনশট দেওয়া হয়েছে; এছাড়াও আরও বহু ফোনে ব্যাপার-টি পরীক্ষিত । এর জন্য আমি "এন্ড্রয়েড এসিস্ট্যান্ট" এপ্লিকেশন এর সহায়তা নিয়েছি ।
কোনো কিছু না বুঝলে টিউমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ ॥
আমার এক ভাই ( রফিকুল ইসলাম রনি পারভেজ) থেকে নেওয়া ।
আমি হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম বিষয় টা তো ভেবে দেখতে হয়