আজকে আমরা শিখব এন্ড্রয়েড অ্যাপ এ কিভাবে Mediaplayer যোগ করতে হয়। যারা গত প্রোজেক্টটি ডাউনলোড করেছেন তারা setContentView(R.layout.activity_main); এর নিচে song=MediaPlayer.create(MainActivity.this,R.drawable.sky_wave_sea);এভাবে ডিক্লিয়ার করে দিন। এখানে song টি globally, Mediaplayer song এভাবে ডিক্লিয়ার করে দিন। এখানে MainActivity.this এর মাধ্যমে এই Activity কে নির্দেশ করছে এবং R.drawable. sky_wave_sea যেখানে sky_wave_sea.mp3 টি res>drawable ফোল্ডার এ কপি পেস্ট করে দেয়া হয়েছে। তারপর song.start(); এভাবে ডিক্লিয়ার করে দিন।
package com.art.android6; import android.media.MediaPlayer; import android.os.Bundle; import android.app.Activity; import android.content.Intent; import android.view.Menu; import android.view.View; import android.view.View.OnClickListener; import android.widget.Button; public class MainActivity extends Activity { MediaPlayer song; @Override protected void onCreate(Bundle savedInstanceState) { super.onCreate(savedInstanceState); setContentView(R.layout.activity_main); song = MediaPlayer.create(MainActivity.this, R.drawable.sky_wave_sea); song.start(); Thread nthread = new Thread(){ @Override public void run() { try { sleep(18648); } catch (InterruptedException e) { e.printStackTrace(); } finally { Intent nIntent = new Intent("com.art.android6.activity_second"); startActivity(nIntent); } } }; nthread.start(); } @Override protected void onPause() { song.release(); super.onPause(); } }
তারপর নিচে onPause মেথডের মধ্যে song.release(); এভাবে গানটি রিলিজ করে দিন। এখন অ্যাপটি রান করলেই রিংটন টি বাজতে শুরু করবে। এই ছিল আজকে এন্ড্রয়েড অ্যাপ এ Mediaplayer যোগ করার টিউটোরিয়াল।
আজকের প্রোজেক্ট এর সোর্স কোড এখান থেকে ডাওনলোড করে নিন।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi
ভাইয়া android এ একটা মিডিয়া প্লেয়ার দরকার সেটা হচ্ছে আমি যদি কাউকে call করি তাকে ওই প্লেয়ারের মাধ্যমে গান সনাতে পারবো ।
এমন কনো প্লেয়ার আমি এখন পর্যন্ত পাই নাই। সিম্বিয়ানে আছে এই ধরনের অনেক soft কিন্ত android এ নাই।
যদি কনো ভাবে এমন soft বানানো জাইতো তাহলে অনেক ভালো হতো।