আজ আমি আপনাদের দেখাব কীভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস এ স্ক্রীনশট নিবেন। ২.৩ অ্যান্ড্রয়েড ভার্সন এর নিচে যারা আছেন তাদের জন্যও কয়েক টা ওয়ে আছে তবে ২.৩ এর নিচের যারা এখনো সেট রুট করেন নি তাদের জন্য স্ক্রীনশট নেওয়া অনেক ভেজালের ব্যাপার। তবে ৪.০ এর উপরে যারা আছেন তাদের জন্য কোন অ্যাপ লাগবে না। তারা খুব সহজেই স্ক্রীনশট নিতে পারেন, কারণ অ্যান্ড্রয়েড ৪.০ এর উপরের ভার্সন গুলোতে স্ক্রীনশট সিস্টেম বিল্ট-ইন ভাবে দেওয়া আছে এবং ৪.০ আপ ভার্সন গুলো তে কোন কিছু এমনকি রুট করা ও লাগবে না। যদিও অ্যান্ড্রয়েড ৪.০ আপ ভার্সন এর ডিভাইস গুলো রুট করা হলে আপনি ইচ্ছা করলে অ্যাপ দিয়ে ও স্ক্রীনশট নিতে পারেন। যাইহোক, আর কথা না বাড়িয়ে, আসল পয়েন্ট এ আসা যাকঃ
আপনাদের আগে বলেছি, অ্যান্ড্রয়েড ৪.০ এর উপরের ভার্সন গুলো তে স্ক্রীনশট সিস্টেম বিল্ট-ইন ভাবে এড করা আছে। কিন্তু আপনাকে জানতে ত হবে কীভাবে কি করলে স্ক্রীনশট তুলবেন ? এটি একদম সহজ, নিচের স্টেপ গুলো ফলো করলেই আপনি খুব সহজেই স্ক্রীনশট নিতে পারবেনঃ
আমার তোলা একটা স্ক্রীনশট দেখতে পারেন (আমি অ্যান্ড্রয়েড ৪.২.২ ভার্সন দিয়ে তুলেছি)
স্ক্রীনশট টির সাইজ আরও বড় ছিল, আমি রিসাইজ করে ছোট করে ছবি টি আপলোড করেছি।
২.৩ এর নিচের নন-রুটেড ব্যবহারকারী দের জন্য শুধু একটাই ওয়ে আছে স্ক্রীনশট নেওয়ার জন্য। এর জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ ইন্সটল করতে হবে এবং পিসি লাগবে। স্ক্রীনশট তুলার সময় আপনার ডিভাইস টি পিসির সাথে ডাটা কেবল এর সাহায্যে কানেক্ট করতে হবে। তাহলে সুরু করা যাক
২.৩ এর নিচের ব্যবহারকারীদের মধ্য যারা সেট রুট করে ফেলছেন তাদের জন্য দুইটি সহজ উপায় আছে, প্রথমটি হয় কাস্টম রম ইন্সটল করা (যে কাস্টম রম গুলো তে স্ক্রীনশট সিস্টেম বিল্ট-ইন ভাবে এড করা আছে, সেগুলো) আর দ্বিতীয় টি হল অ্যাপ দিয়ে স্ক্রীনশট নেওয়া (এখানে পিসি এর সাথে কানেক্ট করতে হবে না :)) .
আমার ওয়েবসাইট: Most Beautiful Lists
আজ এই পর্যন্তই। আশা করি উপরের টিউন টি আপনাদের কাজে লেগেছে 🙂
ধন্যবাদ সবাইকে।
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । শেয়ার করার জন্য )