গুগল অলরেডি তাদের Android এর সর্বশেষ সংস্করণ 5.0 এর ঘোষণা দিয়েছে।
নাম-ললিপপ (Lollipop)
সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪ (যদিও আসল ডেট পরে জানানো হবে জানা যায়)
৪.৫ অথবা ৫.০ এর নাম ২ টি সিলেক্ট করা হয়। ললিপপ এবং লেমন পাই।
তবে ললিপপে বেশি ভোট পড়ছে।
সেহেতু ললিপপ হবে আশা করছে সবাই।
নতুন অনেক ইন্টারফেস থাকবে এই ফিচারে।
নিচে ছবির মাধ্যমে দেখে নিন-
নিচের ছবিতে লুকিং টা দেখুন-
(ইংরেজি থেকে অনুদিত)
এখানে ঘুরে আসতে পারেন; বাংলার ঐতিহ্য।
ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
ভালতো, ভালো না?
আমার ফোনে দিতে পারলে আরো ভালো।