Android এর Ram বাড়ানোর জন্য এটি একটি Review Post .

আমি walton f2 ব্যবহার করি। যার Ram মাত্র ৫১২। এতো কম Ram নিয়ে HD Game খেলা যায় না।

মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু হাল ছেড়ে দিলাম না, নেমে পড়লাম ম্যাকগাইভারের মতো গবেষনায় :p, মাথার ঘাম পায়ে ফেলার পর Ram কে কিভাবে বাড়ানো যায় পেয়ে গেলাম তার সমাধান। Frontline Commando 2 এর মতো গেমগুলো এখন অনায়াসেই চলে কোন রকম Lag এবং Hang ছাড়া।

তো কিভাবে এর সমাধান করলাম তার বিস্তারিত বলি.... প্রথমে mobile phone টি root করি,

supersu pro নামাই--

google play store লিঙ্ক---- https://play.google.com/store/apps/details?id=eu.chainfire.supersu.pro

supersu pro install করার পর

Busy Box নামাই---- এটি-----  https://play.google.com/store/apps/details?id=com.bitcubate.busybox.pro

এই Busy box টি ভালো মনে হয়েছে আমার কাছে কারণ কম জায়গা লাগে install হতে, মাত্র 3.9 Mb.

তারপর ROEHSOFT RAM Expander (SWAP) টি নামাই,

google play store লিঙ্ক----  https://play.google.com/store/apps/details?id=com.swapit.expander.de

এটি ইন্সটল করার পর supersu permission grant করে Roehsoft ramexpander ওপেন করলে নিচের মতো ছবি আসবে---

Optimal Value তে ক্লিক করলে automatic swap file নির্ধারণ করে নিবে then swap active এবং অটোরান এ ক্লিক করে কাজ শেষ।

এখন যে কোন গেম খেলতে পারবেন মজা করে super speed এ ।

উপরের ছবি লক্ষ করুন SD Card: 1297 MB/ 331 MB Free-- memory card এর খালি জায়গা বুঝাচ্ছে

Ram: 471 MB/ 205 MB free-- Original Ram কতটুকু ব্যবহার হচ্ছে আর খালি আছে বুঝাচ্ছে।

SWAP: 509/ 464 MB Free--- কতটুকু SWAP তৈরী হয়েছে এবং ব্যবহার হচ্ছে বুঝাচ্ছে।

Total: 979 MB/ 669 Free---- Modify করার পর কতটুকু speed ব্যবহার হচ্ছে এবং কতটুকু খালি আছে বুঝায়।

ROEHSOFT RAM Expander (SWAP) সম্বন্ধে বলতেই হয়, অনেকেই বলেন এর জন্য external memory card এর দরকার install করতে কিন্তু আসলে তা নয়, আপনার mobile এর internal memory তেও এটি ভালভাবে কাজ করবে যেমন আমারটায় করছে তবে কথা থাকে class 8 বা তার উপরে memory card এর মান হলে better performance পাবেন । Optimal Value তে click করতে auto value তৈরী হবে এবং swap active দিয়ে কিছুক্ষন wait করে দেখবেন swap file তৈরী হয়ে close লেখা আসবে। নিচের ছবি দুটি লক্ষ করুন---

swap file টি internal memory তে সেভ হবে external memory card না থাকলে। এটি Delete করবেন না।

নিচের ছবি লক্ষ করুন----

আর একটি কথা ROEHSOFT RAM Expander (SWAP) ইন্সটল দেয়ার আগে অবশ্যই নিচের লিঙ্ক থেকে

MemoryInfo & Swapfile Check সফটি নামিয়ে ইন্সটল দিয়ে আপনার mobile এ ROEHSOFT RAM Expander (SWAP) সাপোর্ট করবে কিনা check করে নিবেন।

https://play.google.com/store/apps/details?id=com.roehsoft.meminfo

MemoryInfo & Swapfile Check সফটি open করলে নিচর মতো ছবি আসবে--

উপরের ছবিতে Start Ramexpander text here এ click করলে নিচের ছবিটি আসবে--

উপরের ছবিটির দ্বিতীয় অর্থ্যাৎ /storage/sdcard0 তে ক্লিক করুন--

এখন আপনার cellphone যদি ROEHSOFT RAM Expander (SWAP)  capable

হয় তাহলে চেক শেষে নিচের মতো তথ্যসহ ছবি আসবে।

শেষ কথা: ভাবছিলাম game ভালভাবে খেলার জন্য 1 GB Ram এর একটি cellphone কিনব কিন্তু ROEHSOFT RAM Expander (SWAP) soft টি এসে আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে 😀

তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো বিস্তারিত জানার দরকার ছিল!

আপনার কিরকম বিস্তারিত তথ্য লাগবে জানতে পারলে ভাল হতো।

Level 0

কাজের পোস্ট, thanks…

আপনার হাসি দেখে ভালো লাগছে।

এটা কিন্তু সব মোবাইলে কাজ করে না। যদিও বেশ পুরাতন ট্রিক্স তারপরও ধন্যবাদ। 🙂

আপনাকেও ধন্যবাদ। সব মোবাইলে কাজ হয় কিনা জানি না আমি তো মাত্র একটা মোবাইল ব্যবহার করি। পুরাতন কি নতুন জানি না তবে আসলেই কাজের জিনিস। আপনার কাছে নতুন কোন ট্রিক্স থাকলে আসা করি শেয়ার করবেন।

Level 0

symphony w35 a. ROEHSOFT RAM Expander
(SWAP) App ta open korle… license failed dhakay ki korbo

    @mdem11 আপনি ROEHSOFT RAM Expander যে সাইট থেকে ডাউনলোড দিয়েছেন সেটা original version না, তাই এমন হচ্ছে, আমারও প্রথম এরকম হয়েছিল, পরে original version টা install দেওয়ার পর সমস্যার সমাধান হয়েছে।

Level 0

amio f2 use kori, root kore apps ta amio try korcilam apps ta but agate pari nai.
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে ৷

    আগাতে কেনো পারেননি কারণ জানতে পারলে হয়তো সমাধান এর পথ নিয়ে আলোচনা করতে পারতাম, আপনাকেও ধন্যবাদ।

Level 0

এটি কতটা কার্যকর সন্দেহ আছে আমার ওয়ালটন জি ৪ এ র‌্যাম এক্সপেন্ডার দেয়ার পর হোম বাটন খুব ডিস্টার্ব করতো যে কারণে আমার ফোনটি আনরুট করেছি।

    এটি install দেওয়ার আগে অবশ্যই MemoryInfo & Swapfile Check সফটি দিয়ে আগে আপনার ফোন ROEHSOFT RAM Expander সাপোর্ট করবে কিনা চেক করে নিবেন। গুগল এ সফটির লিঙ্ক দেয়া হলো।
    https://play.google.com/store/apps/details?id=com.roehsoft.meminfo

Level 0

ata galaxy set gulo te kaj kore nah

    আপনার সেট এ কাজ করবে কিনা তা আগে থেকে বুঝার আমার টউনটির শেষের দিকে ROEHSOFT RAM Expander সফটওয়্যার চেকার নতুন একটি লিঙ্ক আপডেট করে দিয়েছি।

Level 2

symphony w 30 te

ami symphony w25, w30 e cheak korsi kaj hoi na..

    কাজ না হলে সফটি ইন্সটল দিয়েন না. :p

Level 0

ROEHSOFT RAM Expander (SWAP) er kono free version ase???

Level 0

softwere gulor direct download link parle share koren

আপনার ইমেইল আই.ডি দিন, দেখি আপনার জন্য কী করতে পারি।

Level 0

আমিও walton primo f2 ব্যবহার করি। কিন্তু frontline commando 2 খেলার সময় প্রচুর লাগ ও হ্যাং করছে। আমার মেমরি কার্ড এর স্পিড ৩mb/s. আপনি যদি আপনার সব সফটওয়্যার গুলা আমাকে মেইল করতেন , তাহলে মনে হই উপকৃত হতাম। আমার মেইল id: [email protected]

ok try korbo.

acca vai jan koto gb memory te kotoko swap file mb niddaron korte hoy ta janan plz
amar memory 32gb koto mb swap file kirbo

অনেকগুলো ramexpander ডাউনলোড করলাম, কয়েকটা ওপেন হল আর কয়েকটা unfortunately stopped, version 2.05 টা ওপেন হয়েছে কিন্তু directory পাচ্ছে না।

আপনার লিংকটা দিন প্লিজ শেষবার ট্রাই করি।
[email protected]