Nokia XL – Hands on Review

বাজারে এসেছে নকিয়ার এন্ড্রয়েড ফোন। নকিয়া এনেছে একসাথে তিন মডেলের এন্ড্রয়েড। Nokia X, Nokia X+ এবং Nokia XL

এই তিনটার মধ্যে তুলনামুলক ভাবে ভাল ফিচার ও দাম হল Nokia XL এর। এর দাম প্রথম বারের মত নির্ধারন করা হয়েছে ১২,৯০০ টাকা।

Nokia মুলত এই ফোন গুলোকে সম্পুর্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড করে তৈরী করে নি। Android 4.1.2 jelly bean অপারেটিং সিস্টেমের ওপেনসোর্স ভার্সন টি ব্যবহার করেছে। Nokia এই ভার্সন টির কাস্টমাইজড ভার্সন ব্যবহার করেছে Nokia XL এ। তারা এর নাম দিয়েছে Nokia X software platform 1.0

এন্ড্রয়েড ৪.১.২ জেলীবিন এর ওপেনসোর্স ভার্সন টিকে যথেষ্ট কাস্টমাইজ করে এখানে Windows phone ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। তাই Nokia XL কে প্রাথমিক ভাবে Windows phone এর ইন্টারফেস এ দেখা যায়। ইউজার ইন্টারফেস Windows phone এর মত হলেও এটি আসলে Android operating system চালিত। এখানে GO Launcher অ্যাপ টি ব্যবহার করে একে Windows phone ইউজার ইন্টারফেস এর বদলে/পাশাপাশি Android এর ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।

আমি ব্যক্তিগত ভাবে Android operating system এর সাথে খুব বেশি পরিচিত নই। তাই এটি সকল এন্ড্রয়েড ফিচার সাপোর্ট করে কিনা তা বলতে পারছি না। তবে Nokia এন্ড্রয়েড সিস্টেম নিয়ে আরও অগ্রসর হবার চেষ্টায় তাদের নিজস্ব Nokia store কে উন্নত করার প্রয়াসে Google play store এর সাপোর্ট এই ফোনে বন্ধ করে রেখেছে। Nokia XL এ Google play store সাপোর্ট করে না। তবে Google play store থেকে ডাউনলোড করা অ্যাপ অন্য কোথাও থেকে সংগ্রহ করে ইন্সটল করা যায় এবং অ্যাপ গুলো বেশ ভালভাবেই কাজ করে।

Nokia এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে অনেক বেশী কাষ্টমাইজ করায় অপারেটিং সিস্টেম নিয়েই অনেক কথা বলতে হল, এবার আসুন ফিচার এ।

  •  Android 4.1.2 (Jelly Bean) open source– Heavily customized to Nokia Platform 1.0
  •  Windows Phone এবং Android উভয় ইউজার ইন্টারফেস
  •  4GB internal memory – External supported 32GB
  •  768 mb RAM
  •  Dual Core 1GHz Processor
  •  পাচ ইঞ্চির বিশাল স্ক্রিন। ওয়েব ব্রাউজিং আরে PDF / ইবুক পড়ার জন্য ভাল একটা স্ক্রিন। এই ফোনের সবচেয়ে আকর্ষনীয় ফিচার।
  •  5MP rear Camera with LED Flash (2592p x 1944p) + 2MP front Camera (1600p x 1200p). এই দামে নকিয়ার আর কোন ফ্লাশ সহ
  • ফোন নেই।
  •  Dual sim (sim 1=3G & sim 2=2G)
  •  3G video call supported by sim 1
  •  Video quality FWVGA of (864p x 480p) with 30 fps
  •  Bluetooth, Wi-fi & HTML support.

বিস্তারিত স্পেসিফিকেশন দেখুন GSMarena তে।

এবার দেখুন অন্যান্য এন্ড্রয়েড ফোন থেকে এর ত্রুটি বা পরিবর্তন টা কোথায় কোথায়।

  •  প্রথমেই হচ্ছে এটাতে Google play store সাপোর্ট করবে না। তবে Google play store থেকে ডাউনলোড করা অ্যাপ চলবে।
  •  ভিডিও HD নয়। ৭২০পিক্সেলের ভিডিও হবে না। হবে 864p x 480p এর ভিডিও। তবে HD video Playback সাপোর্ট করে।
  •  Micro sim support. আপনার সিম কার্ড টি বড় হলে তা কাটতে হবে।

আমার কাছে এখন পর্যন্ত আর কোন সমস্যা চোখে পড়েনি। তবে আগেই বলেছি আমি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অভিজ্ঞ না। তাই আরো কিছু পশ্চাতপদতা থাকতে পারে মূল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে।

আমি Web Browsing আর E-book Reading এর কাজ খুব ভাল ভাবেই করছি। আর আমার মুল উদ্দেশ্য এই দুটি ভালভাবেই সার্থক হয়েছে বলতে পারি। তবে আপনার প্রধান উদ্দেশ্য যদি হয় গেমিং বা অন্য বিশেষ কিছু তবে কতটুকু সার্থক হবেন তা বলতে পারছি না।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রিভিউটি ভালো লাগলো।
১.1920/1080 ভিডিও কি বিল্টইন প্লেয়ারে চলে?ভিডিও কি জুম করা যায়?
২.এপস কি এসডি কার্ডে ইনস্টল হয়?
৩.ব্লুটুথ ডিভাইস দিয়ে মিউজিক কি ফুল কন্ট্রল করা যায়?যেমন ফাস্ট ফরওয়ার্ড রিওয়াউন্ড।।
৪. ৪ জিবি রম কি কম হয়ে গেলো?
৫. রেম ৭৬৮ এম বি কি কম হলো ফর ফুলিএইস ডি ভিডিও প্লেবেক।পিডিএফ ফাইল রিডিং করার সময় কি প্রথমে ঝাপসা থেকে তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়?

    @S Rahman:
    ১. 1920x1080p ভিডিও বিল্ট ইন এবং MX Player এ প্লে হয় তবে ল্যাগ থাকে, ভালভাবে দেখতে পারবেন না। MX Player এ জুম করেও দেখা যাবে তবে ল্যাগ থেকেই যাবে।
    ২. পিডিএফ রিডিং এ ল্যাগ খুবই সামান্য যা ignore করা যায়। তাও বড় সাইজের PDF এর ক্ষেত্রে।
    বাকি বিষয়গুলি আমি ট্রাই করে দেখিনি তাই বলতে পারছি না।
    আপনাকে ধন্যবাদ

There is no Home button on Nokia XL, so how to minimize any running application or how to multitasking as it is an smartphone.

    @sadakatul_bari:
    এটাতে একটাই বাটন আছে back button. এটাই Home button হিসাবে কাজ করে। এটাতে টাচ করলে Back হিসাবে কাজ করে। তবে এটায় টাচ করে ধরে রাখলে সরাসরি হোম এ চলে যায়। এতে আপনার রানিং অ্যাপ টি মিনিমাইজ হয়ে যায়। তখন আপনি আরেকটি নতুন অ্যাপ রান করতে পারবেন। আবার আগের অ্যাপ এ ফিরে যেতে চাইলে ব্যাক বাটন চেপে ধরে হোম এ যান। তারপর আবার আগের অ্যাপ টি রান করুন। এটি নতুন ভাবে রান না হয়ে মিনিমাইজ হয়ে থাকা অ্যাপ টি ম্যক্সিমাইজ হবে এবং আগের যায়গা থেকেই আপনি আপনার কাজ রিজিউম করতে পারবেন।
    অন্যান্য এন্ড্রয়েডে কিভাবে মাল্টিটাস্কিং করে জানি না তবে এটায় এভাবেই মাল্টি টাস্কিং করা যায়।
    আমি ফাইল এক্সপ্লোরার, অ্যাডোবি রিডার এবং অপেরা মিনি মাল্টি টাস্কিং করেই বেশির ভাগ সময় ব্যবহার করি।

    if you need this comment in English. Plz let me know.

play store ছাড়া অ্যানড্রয়েড কেমন জানি লাগতাসে। খালি খালি। 🙁

Level 0

set ta valo legese. kintu apk File ki install hobe? ei phone er jonno english to bangla valo dictionary ase?

    @qazishamim:
    এটা মুলত Android Jelly bean 4.1 ভার্সন এর ভিন্ন রুপ। শুধু google play store অ্যাপ টি সাপোর্ট করে না। তবে প্লে স্টোর থেকে ডাউনলোড করা সহ অন্য যে কোন Android app এতে ইন্সটল করা যাবে।
    অন্যান্য যেকোন android এর ভাল যে কোন Dictonery ই এত চলবে।

থ্যাংকস ভাইয়া ! আপনার কাছ থেকে একটি বিষয় জানার ছিলো- নকিয়ার সোরুম থেকে বলেছিল এটাতে 3G ভিডিও কল করা যায় না । আপনি শিওর হয়ে জানালে খুব খুশী হব।