বাজারে এসেছে নকিয়ার এন্ড্রয়েড ফোন। নকিয়া এনেছে একসাথে তিন মডেলের এন্ড্রয়েড। Nokia X, Nokia X+ এবং Nokia XL
এই তিনটার মধ্যে তুলনামুলক ভাবে ভাল ফিচার ও দাম হল Nokia XL এর। এর দাম প্রথম বারের মত নির্ধারন করা হয়েছে ১২,৯০০ টাকা।
Nokia মুলত এই ফোন গুলোকে সম্পুর্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড করে তৈরী করে নি। Android 4.1.2 jelly bean অপারেটিং সিস্টেমের ওপেনসোর্স ভার্সন টি ব্যবহার করেছে। Nokia এই ভার্সন টির কাস্টমাইজড ভার্সন ব্যবহার করেছে Nokia XL এ। তারা এর নাম দিয়েছে Nokia X software platform 1.0
এন্ড্রয়েড ৪.১.২ জেলীবিন এর ওপেনসোর্স ভার্সন টিকে যথেষ্ট কাস্টমাইজ করে এখানে Windows phone ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। তাই Nokia XL কে প্রাথমিক ভাবে Windows phone এর ইন্টারফেস এ দেখা যায়। ইউজার ইন্টারফেস Windows phone এর মত হলেও এটি আসলে Android operating system চালিত। এখানে GO Launcher অ্যাপ টি ব্যবহার করে একে Windows phone ইউজার ইন্টারফেস এর বদলে/পাশাপাশি Android এর ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।
আমি ব্যক্তিগত ভাবে Android operating system এর সাথে খুব বেশি পরিচিত নই। তাই এটি সকল এন্ড্রয়েড ফিচার সাপোর্ট করে কিনা তা বলতে পারছি না। তবে Nokia এন্ড্রয়েড সিস্টেম নিয়ে আরও অগ্রসর হবার চেষ্টায় তাদের নিজস্ব Nokia store কে উন্নত করার প্রয়াসে Google play store এর সাপোর্ট এই ফোনে বন্ধ করে রেখেছে। Nokia XL এ Google play store সাপোর্ট করে না। তবে Google play store থেকে ডাউনলোড করা অ্যাপ অন্য কোথাও থেকে সংগ্রহ করে ইন্সটল করা যায় এবং অ্যাপ গুলো বেশ ভালভাবেই কাজ করে।
Nokia এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে অনেক বেশী কাষ্টমাইজ করায় অপারেটিং সিস্টেম নিয়েই অনেক কথা বলতে হল, এবার আসুন ফিচার এ।
বিস্তারিত স্পেসিফিকেশন দেখুন GSMarena তে।
এবার দেখুন অন্যান্য এন্ড্রয়েড ফোন থেকে এর ত্রুটি বা পরিবর্তন টা কোথায় কোথায়।
আমার কাছে এখন পর্যন্ত আর কোন সমস্যা চোখে পড়েনি। তবে আগেই বলেছি আমি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অভিজ্ঞ না। তাই আরো কিছু পশ্চাতপদতা থাকতে পারে মূল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে।
আমি Web Browsing আর E-book Reading এর কাজ খুব ভাল ভাবেই করছি। আর আমার মুল উদ্দেশ্য এই দুটি ভালভাবেই সার্থক হয়েছে বলতে পারি। তবে আপনার প্রধান উদ্দেশ্য যদি হয় গেমিং বা অন্য বিশেষ কিছু তবে কতটুকু সার্থক হবেন তা বলতে পারছি না।
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রিভিউটি ভালো লাগলো।
১.1920/1080 ভিডিও কি বিল্টইন প্লেয়ারে চলে?ভিডিও কি জুম করা যায়?
২.এপস কি এসডি কার্ডে ইনস্টল হয়?
৩.ব্লুটুথ ডিভাইস দিয়ে মিউজিক কি ফুল কন্ট্রল করা যায়?যেমন ফাস্ট ফরওয়ার্ড রিওয়াউন্ড।।
৪. ৪ জিবি রম কি কম হয়ে গেলো?
৫. রেম ৭৬৮ এম বি কি কম হলো ফর ফুলিএইস ডি ভিডিও প্লেবেক।পিডিএফ ফাইল রিডিং করার সময় কি প্রথমে ঝাপসা থেকে তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়?