অ্যান্ড্রয়েড বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের সর্বমোট ১৯ টা ভার্সন আসছে।
সর্বপ্রথম অ্যান্ড্রয়েড বেটা পরীক্ষামূলকভাবে আসে নভেম্বর ২০০৭। তবে প্রথম অ্যান্ড্রয়েড ১.০ কমারশিয়ালি রিলিজ হয় সেপ্টেম্বর ২০০৮। অ্যান্ড্রয়েড ডেভেলপ হয় গুগলের দ্বারা। OHA (Open Handset Alliance) এবং MIT ও এটাতে অবদান রাখে।
অ্যান্ড্রয়েড লেখা হয় C(Core), C++ এবং Java (UI) দ্বারা। অ্যান্ড্রয়েডের অ্যাপস থাকে গুগল প্লে স্টোরে।
গুগল প্লে স্টোরের তথ্য মতে July 2013 পর্যন্ত ১ মিলিয়ন অ্যাপস পাবলিশড হয়েছে এবং ৫০ বিলিয়ন বার ডাউনলোড হয়েছে।
আসুন এবার দেখি অ্যান্ড্রয়েডের কিছু ভার্সনের গল্পঃ
অ্যান্ড্রয়েড ৪.৪ এ ব্যবহৃত হয়েছে ক্রোমিয়াম ইঞ্জিন, তাই থার্ড পার্টি অ্যাপ গুলো এখন আরো দ্রূততার সাথে তাদের কাজ করতে পারবে। এজন্য নভেম্বরের মাঝামাঝি গুগল নতুন API রিলিজ করছে, প্রথম দিকে নির্দিষ্ট সংখ্যক অ্যাপে এই সুবিধা পাওয়া গেলেও গুগল দ্রূতই এটি ছড়িয়ে দেয়ার আশা করছে।
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের সবচেয়ে চোখে পড়ার মত পরিবর্তন স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটি এখন পুরোপুরি স্বচ্ছ যা অ্যান্ড্রয়েড ৪.৪ কে করেছে আরো আকর্ষণীয়। লঞ্চারকে আরো সিমপ্লিফাইড করার জন্য উইজেট ট্যাবটি বাদ দেয়া হয়েছে, তবে এখনো হোমস্ক্রিনে লংপ্রেসের মাধ্যমে উইজেট অ্যাড করা সম্ভব। এছাড়া IOS 7 এর মত থার্ডপার্টি অ্যাপগুলো এখন নেভিগেশনবার ও স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডটিকেও ব্যবহার করতে পারবে।
হ্যাংআউটস অ্যাপটি এযাবৎকালের সবচেয়ে বড় আপডেট গ্রহণ করেছে। অ্যান্ড্রয়েড ৪.৪ এ এস.এম.এস সেন্ড ও রিসিভ করার জন্য মেসেজ অ্যাপটিকে রিপ্লেস করেছে নতুন হ্যাংআউট অ্যাপ। ফলে এখন থেকে হ্যাংআউটস থেকেই এস.এম.এস আদান প্রদান করা যাবে।
অ্যান্ড্রয়েড এর রিলিজের পর থেকে ডায়ালারটি তেমন কোন উন্নয়নের ছোয়া পায়নি। তবে এবার গুগল এটির দিকে নজর দিয়েছে। আপনার কোন স্থানীয় দোকানের ফোন নাম্বার দরকার? ডায়ালের এ যেয়ে দোকানের নামটি লিখুন, নাম্বারটি খুজে বের করার কাজটি করবে গুগল।
কোন অপরিচিত কল এসেছে? গুগল স্বংক্রীয় ভাবে সার্চ করে ওই নাম্বারটির মালিকের তথ্য আপনার সামনে তুলে ধরবে।
কন্ট্যাক্ট ও এখন অনেক স্মার্ট। আপনি যাদের সাথে বেশি যোগাযোগ করেন তাদের কে উপরের দিকে রেখে ক্রমান্বয়ে নিজে থেকেই কন্ট্যাক্ট লিস্ট আপডেট করে নেবে গুগল।
সোর্সঃ উইকিপিডিয়া, Android ওয়েবসাইট, কিটক্যাঁট তথ্য টা আশরাফ ভাইয়ের এই টিউন থেকে।
আমি সবসময় মৌলিক টিউন করার চেষ্টা করি, কিন্তু দুঃখের বিষয় অনেকে আমার টিউন অনেক ব্লগে আমার নাম বা টেকটিউনসের লিঙ্ক ছাড়া কপি করছে; আপনারা সচেতন থাকবেন। আমার টিউন বাংলাতে সম্পূর্ণ মৌলিক।
কিছু জানার থাকলে আমাকে জানাতে ভুলবেন না।
আমি চেষ্টা করবো।
ধন্যবাদ।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
দারুনতো