আশা করি সবাই ভাল আসেন। Android বিষয়ক এটি আমার প্রথম টিউন। কোন ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেকবেন। তাহলে কথা না বাড়িয়ে কাজে নেমে পরি। Android rooted ফোনের জন্য প্রয়োজনীয় ও চরম কাজের কিছু application আপনাদের সাথে শেয়ার করলাম।
১। Greenified pro: এই apps দ্বারা Battery backup বাড়িয়ে নিন এবং চোখকে ক্ষতিকর ব্রাইটনেস থেকে রক্ষা করুন।
সেটিংস থেকে brightness কম বা বেসি করে নিতে পারবেন।
২। DiskDigger: এই software দ্বারা phone memory/external memory হতে delete বা format হয়ে যাউয়া data recover করতে পারবেন।
৩। Rom Toolbox এর মাদ্ধমে আপনি যা যা করতে পারবেন. ক) Power menu – Reboot, Fast Reboot, Reboot recovery, Reboot bootloader, Power off, Restart system UI. খ) Configure Apps2SD –এর দ্বারা অ্যাপ্লিকেশন install location সেট করতে পারবেন নিচের চিত্রের মত।
আপনি যদি apps ফোন মেমোরিতে install করতে চান তাহলে internal select করুন অথবা মেমরিতে করতে চাইলে SD select করুন। গ) Auto start manager – আপনার ফোনের start up program গুলি disable করলে ফোন দ্রুত on হবে এবং কছুটা hang মুক্ত হবে। নিচের চিত্তের মত করে ইন্সটল দিন আর ব্যবহার করুন।
যে apps গুলি disable করতে চান সেগুল থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
৪। Screen Recorder : এর মাধ্যমে আপনার ফোনের যেকোনো ধরনের কাজ ভিডিও অথবা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন।
৫। Font installer : এর মাধ্যমে আপনার ফোনের font chenge করতে পারবেন। নিচের চিত্তের মত করে ব্যবহার করুন।
আপনার পছন্দের font গুলো memory card এ কপি করে রাখেন >>
Font installer open করে fontএর উপর ক্লিক করুন এবং install করুন। (ফোন Reboot হবে)
৬। Big font pro : এর মাধ্যমে আপনার ফোনের font size বড় বা ছোট করতে পারবেন।
////////////.\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
৭। Root Browser: এর মাধ্যমে আপনার ফোনের default ringtone, boot audio, theme, boot animation, Shut down animation change করতে পারবেন। উদাহরণঃ default boot audio chenge চিত্তের মত
যে file টি boot audio হিসেবে ব্যবহার করবেন তার নাম এবং ফাইল টাইপ original boot audio এর মত হতে হবে। এবং পূর্বের original boot audio এর সাথে replace করতে হবে।
৯। Boot animation software : এর মাধ্যমে আপনি সহজে আপনার boot animation change করতে পারবেন।
১০। CPU Master Pro : দারুন একটি software যার মাধ্যমে আপনার ফোনের possessor কে বারতি কাজে লাগিয়ে স্পীড বাড়াতে পারবেন।
যে কোন paid /unpaid software blackmart এই প্লে- স্টোরে পাবেন
Download Blackmart
পরবর্তীতে আবার হাজির হব Root এবং Unroot উভই ফোনের জন্য দারুন কিছু Application নিয়ে.
আমি sopnopagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। একটা ভালো স্কিন রিকর্ডার দিতে পারেন