বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
আশাকরি সবাই আল্লহর রহমতে ভাল আছেন, আপনাদের দুয়াতে, আল্লাহ চাহেতো আমিও ভাল আছি,, আজকে আমি দেখাবো যে কি ভাবে যে কোন ব্রাউজার (opera, UC Browser) সহ প্রায় সকল ব্রাউজার দিয়ে ফেসবুক এর প্রোফাইল নাম চেঞ্জ করে এক শব্দের করবেন, এখন কাজের কথায় আসি,
এখান থেকে প্রক্সি(Click here) সংগ্রহ করুন, তার পর এখান থেকে (Proxy Settings for Android. click here) software টি ডাউনলোড করুন,এইটা দিয়ে আইপি হাইড করা হয়। (আপনি যদি হ্যাঁকার হন তবে কাজে দিবে) ডাউনলোড শেষে আপনার ফোনে install দিন,
তার পর Proxy setting টি OPEN করুন। ডানে বামে স্লাইড করে! Disclaimer পেজে গিয়ে I read and accept the terms and condition এ টিক চিহ্ন দিয়ে Accept এ Click করুন, তার পর
লাল দাগ দেওয় চিহ্নিত স্থানে অর্থাৎ Proxy selector এ ক্লিক করুন,
তার পর
উপরের ঘরে Proxy এবং নিচের ঘরে Port দিয়ে সেভ করুন।
তার পর Configuration checker এ প্রবেশ করুন, যদি Proxy and port কার্যকর হয় তাহলে
চারটা সবুজ চিহ্ন উঠবে। যদি সবুজ চিহ্ন না আসে তবে অন্য প্রক্সি দিয়ে ট্রাই করুন। সবুজ চিহ্ন আসার পর,,
আপনার ফোনের অপেরা ইউসি অথবা যে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করুন (মাঝেমধ্যে সমস্যা করে আইডি ভেরিফিকেশন চায়, তাই আগেই লগিন করে রাখুন অথবা সিকিউরিটি কোয়েশ্চেন এর উত্তর অথবা জন্ম তারিখ সংগ্রহ করে রাখুন) এখন ফেসবুক এর ভাষা চেঞ্জ করতে Settings & privacy তে যান সেখান থেকে general এ যান তার পর
ল্যাঙ্গুয়েজ সেটিং এ ক্লিক করে
Bahasa Indonesia সিলেক্ট করুন।
তারপর http://m.facebook.com/settings/ এ যান Umum এ ক্লিক করে তার পর
Nama তে ক্লিক করুন। তার পর আপনি নিচের পেজটি দেখতে পাবেন সেখানে,
সবার উপরের ঘরে আপনার নামের প্রথম অংশ দিয়ে সবার নিচের ঘরে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। (N.B. আগেই যদি পাঁচবার নাম চেঞ্জ করা হয়ে থাকে তাহলে কাজ করবে না।। আর প্রক্সি ব্যবহার করার কারনে ইন্টারনেট এর স্পিড কমে যেতে পারে)
ফেসবুকে আমি আল সাদিক
এরকম আরো এন্ড্রয়েড বিষয়ক টিপস পেতে ভিজিট করুন http://www.droidmb.ml
আমি সাইম আল সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
bro, proxy settinng setup deoar por wifi chaitase. ki korbo?