Android মজা [পর্ব-৫৫ :: এবার Samsung GT-S5360 Android মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করুন তার সাথে জেনে নিন কিভাবে স্ক্রীন শর্ট নিতে হয়!

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

কিছুদিন হল Samsung কোম্পানীর GT-S5360 Android নিলাম, এই সেটে অন্যান্য সেট এর মত স্ক্রীন শট এবং মডেম হিসেবে ব্যবহার করতে গিয়ে পারলাম না, আজ বসে গেলাম কিভাবে এই সেটকে মডেম হিসেবে ব্যবহার করব খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম গুগল মামার কাছ থেকে সলিউশন, তাই আমার মত যারা এই সেট নিয়ে এই দুটি সমস্যায় পড়েছেন তাদের অনেক উপকার আসবে আশা করি।

১। মডেম হিসেবে ব্যবহার করার নিয়মঃ প্রথমে এখান থেকে আপনার পিসির জন্য Easytether PC সফটটি ডাউনলোড করে নিন । তারপর অন্যান্য সফট এর ন্যায় আপনার পিসিতে ইন্সটল করুন।


এবার আপনার মোবাইলের জন্য এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করে নিচের মত টিক চিহ্ন দিন।

তার আগে আপনার Setting অপশন থেকে Applications>Development ক্লিক করে নিচের মত USB debugging বক্স এ টিক চিহ্ন দিন।

এবার USB Data cable দিয়ে নিচের মত দেখানো মত PC তে connect করুন।

ব্যাস এবার আরামচে ইন্টারনেট ব্রাউজিং করুন।

২। স্ক্রীন শর্ট নেওয়ার নিয়মঃ  প্রথমে এখান থেকে  Screenshot Ultimate Pro           Apps টি ডাউনলোড করুন এবার যে কোন জায়গার স্ক্রীন শর্ট নিবে তা ওপেন করুন ব্যাস কাজ শেষ উঠে যাবে আপনার স্ক্রীন শর্ট টি ।  উপরের সবগুলো স্ক্রীন শর্ট গুলো এই Apps দিয়ে নেওয়া।


ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আরও লেটেস্ট কিছু চাই আপনার কাছে।

Level 2

ধন্যবাদ

Level 2

এটাকি শূধূ Samsung GT-S5360 এর জন্য ?