আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আরো কিছুদিন আগে Android মজার পর্বে আমি আপনাদের জন্য উপহার দিলাম কিভাবে মুখের শিস দিয়ে মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়, এই রকম একটি Apps! অনেকে Apps টি পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন!
তাই আমি আপনাদের জন্য আজ একটি সুন্দর Apps নিয়ে হাজির হয়েছি, এই Apps দিয়ে আপনি চোরের হাত থেকে কিছুটা রেহাই পাবেন। আসুন নিয়ম টা শিখে নিই।
প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে ইন্সটল করুন, তারপর চালু করুন।
এবার off বাটনে ক্লিক করে On করে নিন, তারপর আপনার পছন্দের অপশনের
বাটনে ক্লিক করে চালু করে নিন।
আরো অনেক অপশন আছে যা আপনি খুঁজে পাবেন সেটিং মেনুতে,
তাহলে Apps টি ব্যবহার করুন আর চমকে দিন সবাইকে / মোবাইল চোরের হাত থেকে রেহাই নিন।
বিঃদ্রঃ উপরের নিয়ম অনুসারে কাজ করা ফলে, যে কেউ মোবাইলে হাত দিলে বেজে উঠবে আপনার মোবাইল ফোন।
বোনাসঃ Nokia nX Launcher: এই Luncher দ্বারা আপনি আপনার Android সেটকে Nokia সেটের রুপ দিতে পারবেন নিচের মত দেখতে হবে । Luncher টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাল লাগল ।। ধন্যবাদ