Android মজা [পর্ব-৫১] :: এখন থেকে আর হারিয়ে যাবে না আপনার কষ্টের লেখাগুলো!

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমার কাছে হাজারো উপরে Android এর Apps আছে! অনেক সুন্দর সুন্দর একেক টার মজা একেক রকম! এক এক করে ইনশাআল্লাহ ভাললাগা Apps গুলো আপনাদের মাঝে শেয়ার করব, যদি আপনারা Android মজার পাশে থাকেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাজের ১টি Apps! আমরা যারা পিসি ব্যবহার করি এবং যারা লেখালেখির কাজ করি, আমাদের ১টি Problem এ পড়তে হয় তা হল মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হওয়া, আর এই Hang হবার কারনে হারিয়ে যায় আমাদের কষ্টের টাইপ করা ডাটা, ঠিক তেমনি আমাদের যাদের Android ফোন আছে, অনেক সময় মেসেজ টাইপ/কাজ করার সময় আমাদের Android ফোন হ্যাং হয়ে যায়, আর হারিয়ে যায় আমাদের মূল্যবান সময় এবং কষ্ট করে লেখাগুলো, তাই এখন থেকে আর হারাবে না আপনার টাইপ করা লেখাগুলো তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Type Machin নামে ১টি Apps! বুঝা যাচ্ছে তার কাজ কি!

কাজ করার নিয়মাবলীঃ প্রথমে এখান থেকে আপনার Android ফোনের জন্য Apps টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল করুন।
তারপর নিচের মত চালু করে Enable Type machine বাটনে ক্লিক করে,

Open Setting বাটনে ক্লিক করুন, এবার Type Machine off থাকে তাই On করে দিন।

এখন আপনি আপনার Android ফোনে যা লিখবেন তা Auto সেভ হয়ে যাবে, আপনার Android ফোনে, আর এই অ্যাপসটি ওপেন করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া লেখাগুলো।

Text To Speech: এই Apps দ্বারা আপনি যা লিখবেন আপনাকে পড়ে শুনাবে, Speak বাটনে ক্লিক করলে এবং আপনি Audio আকারে Save করে রাখতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হোসাইন ভাই খুব কাজের ১ টা অ্যান্ড্রয়েড Apps, ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে, টিউনটি খুব সুন্দর হয়েছে।

khub valo hoise vai