আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকে আগেই XP ব্যবহার করতাম, তার কারন তার ইন্টারপেস অনেক সুন্দর কাজ ও করতে ভাল লাগে, আর Windows এর ভার্শন চেঞ্জ হবার কারনে আমরা ও Windows বিদায় দিয়ে Windows 7 অথবা Windows 8 ফিরে গেছি, কিন্তু আজকে আপনাদের Windows এক্সপির একটি দারুন MOD উপহার দিব, Download করতে এখানে ক্লিক করুন,
১। ডাউনোড হয়ে গেলে আপনার মোবাইলে ইন্সটল করুন,
তারপর চালু করে দেখুন Windows এক্সপির মজা, আপনি মোবাইল চালু করলে মনে হবে যে আপনার সামনে সত্যি সত্যি কম্পিউটার চালু হচ্ছে ।
আশা করি আপনাদের ভাল লাগবে, ব্যবহার করে দেখুন।
২। Aico File Manager: ফাইল ব্রাউজ করার দারুন এক ফাইল ম্যানেজার ব্যবহার করে দেখুন অন্যান্য ফাইল ম্যানেজার থেকে অনেক ভাল লাগবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন,
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
cooooooooooooooooool 😀