আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অনলাইনে পিসিতে আমরা অনেকে অনেক ধরনের Gif এনিমেশন তৈরি করেছি, এবং কি এনিমশেন তৈরি করার আমিও কয়েকটি টিউন করেছি কিন্তু তা ইন্টারনেট আর সফট এর দ্বারা কিন্তু আজ ব্যাতিক্রম একটি Apps নিয়ে এসেছি যা দিয়ে আপনি ছবি দিয়ে Gif এনিমেশন তৈরি করতে পারবনে।
প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে চালু করুন।
তাহলে ৪টি Option দেখতে পারবেন, নিচের মত।
এবার আপনার যদি কোন ছবি থাকে তাহলে From Local বাটনে ক্লিক করে আপনার ছবি গুলো দেখিয়ে দিন, যেগুলো দিয়ে এনিমশেন তৈরে হবে।
তাহলে ছবি গুলো gif Camara তে ওপেন হবে নিচের মত করে।
এবার Frame 1/Sec রেখে উপরের সেভ বাটনে ক্লিক করুন, তাহলে সেভ হয়ে যাবে, দেখতে হলে Gif Album বাটনে ক্লিক করুন দেখুন কেমন হয়েছে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।