এবার এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার কম্পিউটার কন্ট্রোল করুন ( মেগা টিউন )

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম  কিভাবে মোবাইলের ব্লুটুথ/ওয়াইফাই দিয়ে পিসি কন্ট্রোল করা যায়। আজ দেখাবো কিভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি কন্ট্রোল করবেন। তবে আপনার মোবাইল এবং পিসি তে ওয়াইফাই/ব্লুটুথ থাকতে হবে। আরেকটি কথা সফটওয়্যারগুলো আনরুট করা এন্ড্রয়েড মোবাইলে চলবে কিনা শিওর না, চলতেও পারে। আনরুট করা এন্ড্রয়েড মোবাইলে না চললে রুট করুন। এটা নিয়ে অনেক টিউন আছে। তারপরেও না পারলে আমাকে মেইল করবেন আশা করি হেল্প করতে পারব।

প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। এখানে দুটো সফটওয়্যার আছে। দুটো সফটওয়্যারেরই ব্যাবহার আমি দেখাবো। একটি সফটওয়্যার ট্রায়াল ভার্সন এবং অন্যটি ফুল ভার্সন। প্রথমে ট্রায়াল ভার্সনটির সম্পরকে লিখলাম। হতাশ হবেন না, পরে ফুল ভার্সন নিয়েও লিখেছি। সফটওয়্যারটি ট্রায়াল হলেও একদম সিম্পল এবং ব্যাবহার করাও সহজ। আমি কখনও ওটার ফুল ভার্সন পেলে আপলোড করে দিব এবং কারো কাছে আরও ভালো কোন সফটওয়্যার থাকলে জানাবেন আমরা সবাই উপকৃত হবো।

এবার কাজের কথায় আসি -

ডাউনলোড পিসি কন্ট্রোল সফটওয়্যার

(১) ইন্সটল করার পদ্ধতি (PC Remote Controller)  এটা ট্রায়াল ভার্সন এবং ওয়াইফাই লাগবে, ব্লুটুথ সিস্টেম নাই

এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (পিসির জন্য )

সফটওয়্যারটি ক্লোজ করবেননা। এবার নিম্মেরমত করে আপনার আইপি অ্যাড্রেস বাহির করুন

নিম্মেরমত উইন্ডো আসলে সেখানে ipconfig লিখে enter চাপুন

নিম্মের স্ক্রীন থেকে আইপি অ্যাড্রেস নিন

এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (এন্ড্রয়েডের জন্য)

ইন্সটল করা শেষ হলে রান করুন। নিম্মেরমত স্ক্রীন পাবেন। এখানে আপনার পিসির আইপি অ্যাড্রেস দিন

এবার এড করা কম্পিউটারটি সিলেক্ট করুন। নিম্মেরমত স্ক্রীন পাবেন। সেখান থেকে রিমোট কন্ট্রোল সিলেক্ট করুন অথবা আপনার যা দরকার সেটা করুন।  রিমোট কন্ট্রোল সিলেক্ট করলে নিম্মের মতো স্ক্রীন পাবেন

কাজ শেষ এবার উপভোগ করুন আপনার ইন্সটল করা সফটওয়্যারটি।

(২) ইন্সটল করার পদ্ধতি (Unified Remote Controller) এটা ফুল ভার্সন। এই সফটওয়্যারে আপনি ব্লুটুথ এবং ওয়াইফাই দুটো দিয়েই  পিসি কন্ট্রোল করতে পারবেন 

এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (পিসির জন্য )

এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (এন্ড্রয়েডের জন্য)

এবার এই লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি সিলেক্ট করুন। এখানে ব্লুটুথ এবং ওয়াইফাই উভয় ডিভাইস দেখাবে। এরপর নিম্মেরমত করে কাজ করুন

এবার নিম্মেরমত স্ক্রীন পাবেন। এখান থেকে রিমোট সিলেক্ট করুন। পিসি অ্যাক্সেস করা শুরু হবে। যদি আপনি নিউ ডিভাইস এড অথবা কোন ডিভাইস ডিলিট করতে চান তবে নিম্মেরমত কাজ করুন

রিমোটে ক্লিক করলে পিসি কন্ট্রোল করার অনেক অপশন পাবেন। নিম্মে কিছু স্ক্রীনশট দেওয়া হল

বেসিক ইনপুট সিলেক্ট করলে নিম্মের মতো স্ক্রীন পাবেন। এটা দিয়ে পিসির মাউস কন্ট্রোল করতে পারবেন

অনেক সুন্দর ফিচার আছে। একটু ঘাটাঘাটি করুন । আমি ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা দেখালাম। ব্লুটুথ দিয়েও একিরকম কাজ করা যাবে। প্রক্রিয়াও একিরকম। সার্ভারে ব্লুটুথ ডিভাইস সিলেক্ট করুন। যদি পেয়ারড করতে হয় করুন। কাজ শেষ।

(৩) এবার আপনাদের বোনাস হিসেবে আরেকটি পিসি রিমোট কন্ট্রোল সফটওয়্যার দিলাম। এই সফটওয়্যারেও আপনি ব্লুটুথ এবং ওয়াইফাই দুটো দিয়েই  পিসি কন্ট্রোল করতে পারবেন 

ডাউনলোড All In One Remote

এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (পিসির জন্য )

সফটওয়্যারটি ক্লোজ করবেন না

এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (এন্ড্রয়েডের জন্য)

ওয়াইফাই সিলেক্ট করার পর আইপি অ্যাড্রেসে পিসির আইপি অ্যাড্রেস দিন

আমি ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা দেখালাম। ব্লুটুথ দিয়েও একিরকম কাজ করা যাবে। প্রক্রিয়াও একিরকম। ব্লুটুথ ডিভাইস সিলেক্ট করুন। এরপর নির্দেশমতাবেক কাজ করুন

আশা করি অনেক কাজে লাগবে অনেকের যারা এন্ড্রয়েড দিয়ে পিসি কন্ট্রোল করতে চান।

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

এবার একটু অন্য প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আমি টেকটিউনসে অ্যাকাউন্ট করেছি বেশিদিন হয়নি কিন্তু আমি অনেক বছর ধরে এখানের পোস্টগুলো পড়ি। অনেককিছু শিখেছি এখান থেকে । একসময় ভয় লাগতো কি পোস্ট করব কারন যেটাই পোস্ট করতে যাই দেখি ওটা নিয়ে কেও পোস্ট করেছে। তারপরও ইচ্ছে ছিল কোন একদিন লিখব। আমি পোস্ট করা শুরু করি গত বছরে। যদিও আমি রেগুলার পোস্ট করিনা। আমরা যারা পোস্ট করি তারা অনেক কষ্ট করে অনেককিছু ভেবে করি। খেয়াল রাখতে হয় পোস্ট যেন সবার কাছে সহজে বোধগম্য হয় ।  তারপরেও হয়ত অনেকে বুঝতে পারেন না অথবা পোস্টে দেখানো নিয়মে কাজ করতে পারেন না। আপনারা না বুঝলে কমেন্ট করবেন চেষ্টা করব সলিউশন দেওয়ার। আর যদি পোস্টটি আপনার কাজে লাগে তবে উৎসাহিত করবেন কমেন্ট করে। যদি কোন ভুল হয় সেটা  ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটি কথা ডাউনলোড করা নিয়ে কোন সমস্যা হলে আমাকে মেইল করবেন আমি লিঙ্ক পাঠিয়ে দিব রিপ্লাইয়ে।

ইমেইলঃ [email protected]

ধন্যবাদ

Level 0

আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে @ কাজ করে দেখি @ ধন্যবাদ

@হোছাইন আহম্মদ@ dhonnobad via 😀

Level 2

ভাই এই টিউনটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

apk file koi?

@Riad1203@ আপনাকেও ধন্যবাদ 😀

@শুভ্র আকাশ@ zip file unzip korun .apk sathe ase exe filer sathe.

মানসম্মত এবং কাজের টিউন। টেকটিউনসে ইদানীং কাজের টিউন কম হয়.. আপনি কাজের টিউনসের ধারাটি বজায় রাখবেন সেই প্রত্যাশা করছি। টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

@নেট মাস্টার@ ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনাদের মতো মানুষ আছে বলে আমরা আরও ভালকিছু নিয়ে টিউন করার চেষ্টা করতে পারি।

Level 0

Vaia 2nd soft ta pc ,mobile e install dear por Laptop theke wifi on korleo phn e pcr wifi show korcena. Pc theke ki hotspot on kora lagbe?

@Swrvtuis@must be nahole pabe kmne? 🙁 pc r wifi must be detected hote hobe.

অনেক সুন্দর একটা টিউন। অসম্ভব রকম ভালো লাগলো।