আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
১। আমরা অনেকেই Android ফোন ব্যবহার করি কিন্তু কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি না কি Version এর Android এর ফোন ব্যবহার করি! অনেকে জানেন! কিন্তু আমি বেশির ভাগই লোকই দেখলাম এই সামান্য বিষয় জানে না। তাই আমি চিন্তা করে এই টিউন টি করা। তাহলে আসুন জেনে নিই।
প্রথমে আপনি আপনার ফোন থেকে Setting → About phone → Android Version ক্লিক করুন।
এবার একটি মজা দেখতে অথ্যত Android এর Version দেখতে Android Version এর উপর দ্রুত ৩/৪ বার হাতের আঙ্গুল দিয়ে প্রেস করুন।
তাহলে আপনি একটি ছবি দেখতে পাবেন এবার এই ছবির উপর ক্লিক করলেই
দেখতে পাবেন আপনার Android ভার্সন টি, শুধু তাই নয় মজার একটা টিপস ও আছে আপনি ছবির উপর ৩/৪ সেকেন্ড হাতের আঙ্গুল দিয়ে ধরে রাখুন আপনার চোখের
সামনে এন্ড্রয়েড জগৎতের এক নতুন দৃশ্য দেখতে পাবেন। নিচের মত, আর Android ভার্সন অনুযায়ী নিচের মত ছবি আসবে।
২। Android এর শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভার্সনের নাম গুলিঃ
০১। Android 1.5: Cupcake
০২। Android 1.6: Donut
০৩। Android 2.0: Eclair
০৪। Android 2.2: Froyo
০৫। Android 2.3: Gingerbread
০৬। Android 3.0: Honeycomb
০৭। Android 4.0: Ice Cream Sandwich
০৮। Android 4.1: Jelly Bean
**Android 4.2: Jelly Bean
**Android 4.3: Jelly Bean
৯। Android 4.4: KitKat
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thanks for all android versions