(নয়া গেমস: পর্ব-২) এবার Justin Bieber কে নিয়ে আপনার অ্যান্ডয়েডে Flying গেমস খেলুন আর প্রমাণ করুন আপনার দক্ষতা।

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভাল আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এলাম "Flying Bieber" নামের Flying সিরিজের নতুন গেমস।

"Flying Birds" গেমসে ক্লোন করে অনেক গেমস এখন প্লে-স্টোরে এসেছে, আর তেমনি একটি ক্লোন গেমস হল "Flying Bieber"। তবে সকল ক্লোন গেমস থেকে আমার এটি বেশি ভাল লেগেছে। কারন টা অব্যশ জাস্টিনের ভক্ত বলেই নয় সাথে গেমসের কিছু এক্সটা গুণের কারনেও। আর যারা আমার মত জাস্টিনের ভক্ত আছেন, আমার বিশ্বাস তারা আমার চেয়ে বেশি মজা পাবেন গেমসটি খেলে।

স্কিন সর্টঃ

খেলার নিয়মঃ

  • ১। প্রথমে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে গেমস টি ডাউনলোড করে নিন।
  • ২। ইনিষ্টল শেষ করে ওপেন করুন।
  • ৩। স্টার্ট বাটনে প্রেস করার সাথে সাথে জাস্টিন বিবারের মাথা বা মুখমন্ডল উড়া শুরু করবে।
  • ৪। ট্যাপ করে করে একে উড়াতে হবে, ট্যাপ না করলে মুখমন্ডল টি নিচে পড়ে যাবে।
  • ৫। বিভিন্ন বাঁধা অতিক্রম করে Bieber কে নির্দিষ্ট গন্তবে নিয়ে যেতে হবে আপনাকে।
  • ৬। আপনি চাইলে সহজেই আপনার স্কোর সবার সাথে শেয়ার করতে পারবেন আর অন্যের স্কোর ও দেখতে পারবেন। এতে সহজেই আপনার অভিজ্ঞতা বুঝা যাবে। খেলাটা অনেক সহজ হলেও এই গেমসে গুরু/মাষ্টার হওয়া ততটাই কঠিন।

তাহলে ডাউনলোড করে শুরু করে দিন খেলা আর দেখান আপনার দক্ষতা।

ডাউনলোড লিঙ্কঃ

"Flappy Bieber"

আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না...! আবার আসব আপনাদের মাঝে নতুন কোন গেমস বা অ্যাপস নিয়ে। আল্লাহ হাফেজ।

সৌজন্যে: Download 240

Level 0

আমি সুমন বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস