আমি যে ফোনটি ব্যবহার করছি তার RAM মাত্র ২৫৬ হওয়াতে গুগল এর হ্যাংআউট ইনস্টল করতে পারছি না। কিন্তু গুগলের পুরোনো Google Talk প্লেষ্টোর সহ অন্য কোথাও পাচ্ছি না। আবার পেলেও তা কাজ করছে না। এটা পেলেও ভয়েস কল না করতে পারলেও মেসেজিং করে বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতাম। এক্ষেত্রে কোন এক্সপার্ট ভাই কাজ করবে এমন Google Talk এর সন্ধান দিলে অনেক উপকৃত হতাম। উল্লেখ্য আমার ফোনটিতে ডিফল্ট ভাবে Talk এ্যাপসটি দেয়া নেই।
আর একটি বিষয়- আমি ফোনে যেসকল এ্যাপস চালাচ্ছি তাতে বিভিন্ন রকম এ্যাড এসে অনেক যন্ত্রণা দিচ্ছে। যেমন- আপনার মোবাইল স্লো কাজ করছে, এটা ডাউনলোড করুন, অমুক এ্যাপস ডাউনলোড করবেন কি না ইত্যাদি। আমি কি করে এইসব এ্যাডওয়্যারগুলোকে ব্লক করতে পারি? প্লিজ হেল্প করে কৃতজ্ঞ করবেন। শুভেচ্ছা সবাইকে।
আমি আজম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
install na hoyar karon 2 ta hote pare cpu power kom. ar akta android version. ram kom hole Poblem apps open korar por set hang hobe na hoi slow hobe. cpu koto ar ki set